মৌসুনি আইল্যান্ড (Mousuni Island) থেকে তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি।

in Beauty of Creativity7 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি আমি শেয়ার করবো। আসলে এই ফটোগ্রাফি গুলো আমি প্রায় বছর খানিক আগে মৌসুনি নামক একটি আইল্যান্ডে ঘুরতে গিয়ে তুলেছিলাম। এটি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে অবস্থিত একটি জায়গা ছিল। আসলে আমাদের বাড়ির আশেপাশে কোন সমুদ্র সৈকত নেই। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে সমুদ্র সৈকত দেখা যায়। এখানের জনপ্রিয় সমুদ্র সৈকত হলো, দীঘা সমুদ্র সৈকত ও বকখালি সমুদ্র সৈকত । তবে মৌসুনি আইল্যান্ডে গিয়েও একটা সমুদ্র সৈকত দেখতে পাওয়া যায়। আমরা বাঙালিরা ঘোরাঘুরির জন্য বকখালি বা দীঘা সমুদ্র সৈকতে বেশি গিয়ে থাকলেও এই জায়গাটা অনেকেই চিনে না। তবে আমার এক বন্ধু এই জায়গার খোঁজ দেওয়ার পরে আমরা কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করে ঘুরতে গেছিলাম এই মৌসুনি আইল্যান্ডে। এইখানে আমরা দুইদিন গিয়ে থেকেছিলাম এবং সবকিছুই ঘুরে দেখেছিলাম। আমরা একটু অফ সিজনে গেছিলাম সেজন্য এখানে তেমন ভিড় ছিল না। একদম ফাঁকা ছিল এই সমুদ্র সৈকতের জায়গাটি। যাইহোক, এই সমুদ্র সৈকতে ঘোরাঘুরির সময় কিছু ফটোগ্রাফি করেছিলাম। এখানে থেকে সমুদ্র সৈকতের দৃশ্য উপভোগ করতে অসাধারণ লাগছিলো। যাইহোক, এরকম জায়গায় গিয়ে কিছুটা মুক্তির অনুভব করা যায়। বেশ কিছুদিন আগের এই ফটোগ্রাফি গুলো দেখলে তোমরাও এই সমুদ্র সৈকতের সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবে। যাইহোক, তাহলে আর কথা না বাড়িয়ে ফটোগ্রাফি গুলো নিচে দেখে নেওয়া যাক।

20230731_115653.jpg

20230731_115655.jpg

20230731_115700.jpg

20230731_115658.jpg

20230731_120546.jpg


পোস্ট বিবরণ

catagoryphotoprahy
deviceSamsung Galaxy M31s
photographer@ronggin
locationMousuni Island, West Bengal
বন্ধুরা, আজকের এই ফটোগ্রাফি মূলক ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  
 7 months ago 

আপনার ফটোগ্রাফি মনের মাঝে জায়গা করে থাকেন সব সময়। অনেক ভালো লাগে আমার কাছে। আপনার ফটোগ্রাফি করার হাত খুবই ভালো। এভাবে এগিয়ে যান ভালোবাসা রইলো .

 7 months ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 7 months ago 

আমার কাছে কেন জানি আকর্ষণীয় ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগে। তাছাড়া আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আজকেও খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করলেন।

 7 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।