বন্ধুরা, আজকের এই ফটোগ্রাফি মূলক পোস্টটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই পোস্টে তোমাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো। এইখানে আমি বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করব আর কি। বেশ কিছুদিন আগে তোমাদের সাথে অন্য কিছু বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। তবে আজকের শেয়ার করা ফুলগুলো সম্পূর্ণ আলাদা জায়গা থেকে তোলা। আসলে এই ফুলগুলো অনেকটাই বেশি সতেজ লাগছিল। তাছাড়া গাছগুলো সবুজে পরিপূর্ণ ছিল। বেশ কিছুদিন আগে যখন আমি বাড়ি থেকে হেঁটে আমাদের নিকটবর্তী স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন রাস্তার পাশে একটি বাড়ির গাছে আমি এই ফুলগুলো দেখতে পাই। আসলে বাগান বিলাস ফুলগুলো আমার অনেক আগে থেকেই ভালো লাগে। কোন বাড়ির সামনে এই গাছগুলো লাগানো হলে সেই বাড়ির সৌন্দর্য অনেকাংশেই ফুটে ওঠে। সেই জন্য এই ফুল গুলো দেখে আমি কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যাই। ফুলগুলো একটু কিছুক্ষণ পর্যবেক্ষণ করি তারপর সেই ফুলগুলোর ফটোগ্রাফি করে নেই। এই ফুলগুলো কিন্তু অনেকের কাছে অনেক নামে পরিচিত হতে পারে যেমন আমাদের স্থানীয় ভাষায় এই ফুলকে কাগজ ফুল বলা হয়। যাইহোক, এরকম আরও অনেক নাম রয়েছে। সবগুলো নাম এখন আমার যদিও মনে আসছে না। এই ফুলগুলো বিভিন্ন কালারেরও হয়ে থাকে। আমি নিজেও প্রায় অনেক প্রকার কালারের এই বাগান বিলাস ফুল দেখেছি। যাইহোক, সেদিন যে ফুলগুলো তুলেছিলাম এগুলো হালকা গোলাপি কালারের ছিল। তাহলে আর কথা না বাড়িয়ে সেদিনের তোলা ফটোগ্রাফি গুলো নিচে দেখে নেওয়া যাক।





পোস্ট বিবরণ
catagory | photoprahy |
device | Samsung Galaxy M31s |
photographer | @ronggin |
location | Barasat, north 24 parganas, west bengal |
বন্ধুরা, আজকের এই ফটোগ্রাফি মূলক ব্লগ টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

https://x.com/ronggin0/status/1832752536790458705?t=xi-aha4HrayBrujLnYUx_g&s=19
Your photography work has so much imagination and creativity that it is impossible to describe. Appreciate your skills.
Thank you so much for appreciating my skills.