নয়নতারা ফুলের ফটোগ্রাফি

in Beauty of Creativity2 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার। আমি কমবেশি প্রত্যেকদিনই তোমাদের সাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করে থাকি। বিভিন্ন ধরনের ফুল ফল প্রকৃতি ও গাছপালার ফটোগ্রাফি। আজকে তোমাদের সাথে যে নয়নতারা ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করেছি, এটি আমি একটি নার্সারি থেকে ফটোগ্রাফি করেছিলাম। বেশ কিছুদিন আগে আমি আমার বাড়ির ছাদ বাগানের জন্য কিছু গাছ কেনার জন্য নার্সারিতে গেছিলাম। সেখান থেকেও আমি বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম এটি হলো তার মধ্যে একটি। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটির গাছটি আমি আমার বাড়ির ছাদ বাগানের জন্য কিনেও নিয়ে এসেছিলাম। তবে সেটি আজকের শেয়ার করা গাছটি নয় অন্য একটি গাছ কিনে নিয়ে এসেছিলাম আমি। আমি যে গাছটি এনেছিলাম সেই গাছে তখন ফুল ছিল না শুধু কুঁড়ি ছিল। এবং কুঁড়ি থেকে ফুল আসার পরে তার ফটোগ্রাফিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের নয়নতারা ফুলটি হলো সাদা কালারের নয়নতারা ফুল। তবে ফুলটি পুরোপুরি সাদা নয় ফুলটির মাঝখানে গাঢ় গোলাপি রং ও ছিল। আর সাদা ফুলের মাঝে এই গোলাপি রঙটি থাকার কারণে ফুলটি আরও বেশি সুন্দর লাগছিল। যাইহোক, সেদিন নার্সারি থেকে তোলা এই ফুলের ফটোগ্রাফিটি তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করলাম। আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250506_134806.jpg

IMG_20250506_134809_1.jpg

IMG_20250506_134807.jpg

IMG_20250506_134809.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  
 2 months ago 

Your x promotion post is missing.

Posted using SteemX

 2 months ago 

x promotion is done.