বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফিটি হলো গোলাপ ফুলের ফটোগ্রাফি। এটি একটি লাল কালারের গোলাপ ফুল। এই গোলাপ গাছটি আমি নিজের হাতেই লাগিয়েছিলাম কয়েক মাস আগে। গাছটি আমি যখন লাগাই গাছটি খুব ছোট ছিল। এখনো গাছটি খুব বেশি বড় হয়নি। আর এবারই প্রথম ফুল হলো গাছটিতে। গোলাপ শুধুমাত্র একটি ফুল নয় এর মধ্যে লুকিয়ে আছে আবেগ অনুভূতি ও ভালোবাসা। গোলাপ ফুল প্রেমের, শ্রদ্ধার, কৃতজ্ঞতার এমনকি বেদনার প্রতীক। যুগ যুগ ধরে গোলাপ ফুলের সৌন্দর্য, এর মিষ্টি ঘ্রাণ ও রং মানুষকে মুগ্ধ করে আসছে। গোলাপ ফুল দেখলে মনে আলাদাই প্রশান্তি লাগে। প্রকৃতির এক অপরূপ সৃষ্টি প্রত্যেকটা পাপড়ি ভাঁজে ভাঁজে নিখুঁত ভাবে সাজানো। এই গোলাপ ফুল আমাদেরকে শেখায় ধৈর্য ধরতে, ভালবাসতে এবং তার সৌন্দর্যকে উপলব্ধি করতে। তবে এই সৌন্দর্যের পিছনে রয়েছে পরিচর্যার গল্প। প্রতিদিন জল দেওয়া এর পরিচর্যা করার ফলে গোলাপ তার পূর্ণরূপে প্রস্ফুটিত হয়েছে।যাইহোক, কয়েকদিন আগে গাছটিতে কুঁড়ি এসেছিল। আর সেই কুঁড়ি থেকেই এই ফুলটি হয়েছে। আর গোলাপের কালারটি অসম্ভব সুন্দর লাল টকটকে রং। এমন সুন্দর রং দেখেই যেন চোখ জুড়িয়ে যায়। আমার গোলাপ গাছে ফোঁটা ফুলের কিছু ফটোগ্রাফি করেছি, যা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।






🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
https://x.com/ronggin0/status/1933229782633705828?t=wO948fnW7XERCjzjEoPE1w&s=19