সমুদ্র সৈকতে থাকা ট্রলারের ফটোগ্রাফি
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। সৃষ্টিকর্তার কৃপায় আমিও মোটামুটি ঠিক আছি। |
---|
আজকের ব্লগে তোমাদের সাথে সমুদ্র সৈকতে থাকা ট্রলারের ফটোগ্রাফি শেয়ার করব।
বিগত কয়েক বছর ধরে কয়েকবারই আমার সমুদ্র সৈকতে যাওয়ার সুযোগ হয়েছে । তবে সবগুলো সমুদ্র সৈকত একই রকম না । বিভিন্ন ধরনের সমুদ্র সৈকত দেখা যায় বিভিন্ন জায়গায়। সমুদ্র সৈকতে গিয়ে জেলেদের মাছ ধরার নৌকা, ট্রলার এইসব দেখার সুযোগ হয়েছে প্রত্যেকবারই। সমুদ্রের সৈকতে যখন এইগুলো নোঙ্গর দিয়ে আটকানো থাকে তখন এগুলো সমুদ্রের জলের স্রোতে উঠানামা করে । তখন এগুলো দেখতে কিন্তু বেশ দারুন লাগে। যখন জোয়ার থাকে তখন এগুলোর কাছে যাওয়া যায় না কারণ অনেকটা দূরে থাকে এবং সমুদ্রে জলের পরিমাণও বেশি থাকে তখন কিন্তু ভাটার সময় এগুলো একদম সমুদ্র সৈকতের উপরে থাকে। সেই সময়টাতে এগুলোর কাছে যাওয়া যায়। আমি যে সময় এই জেলেদের মাছ ধরার ট্রলারের ফটোগ্রাফি করেছিলাম তখন ভাটা চলছিল কিন্তু সম্পূর্ণভাবে ভাটা হয়ে পারিনি এজন্য কিছুটা জলের উপর এই ট্রলার গুলো ছিল। সেই মাছ ধরার ট্রলারের পাশেই সমুদ্রের জলে বাচ্চারা স্নান করছিল এগুলো দেখতে দেখতে আমি সেই সময় কিছু ফটোগ্রাফি করেছিলাম। তোমাদের তো বলতেই ভুলে গেছি এগুলো মৌসুনি আইল্যান্ড ঘুরতে গিয়ে দেখার সুযোগ হয়েছিল আমার এবং ছবিগুলো সেখান থেকেই তুলেছিলাম। সমুদ্র সৈকতে বিভিন্ন কালারের ট্রলার দেখা যায় । আমি রংবেরঙের অনেক ট্রলারই দেখেছি তবে এই ট্রলারটিতে কালো এবং লাল রং করা ছিল।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: মৌসুনি আইল্যান্ড , ওয়েস্ট বেঙ্গল।
সমুদ্র সৈকত আমারও অনেক ভালো লাগে। আপনি সমুদ্র সৈকতের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে গেল। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য।
লো লাইটের কারণে ছবির সার্পনেসে একটু ঘাটতি মনে হয়েছে, বাকি সব ওকে
তখন সূর্য ডুবে যাওয়ার মুহূর্ত ছিল এই জন্য একটু লো লাইট রয়েছে ফটোগ্রাফি গুলোতে ভাই।