সমুদ্র সৈকত থেকে তোলা কিছু ফটোগ্রাফি || ১০ নভেম্বর ২০২৩
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমি মোটামুটি ঠিক আছি। |
---|
সমুদ্র সৈকতে গেলে বিভিন্ন ধরনের দৃশ্য দেখার সুযোগ হয়। এই গুলো দেখতে সত্যিই অনেক ভালো লাগে । বেশ কিছুদিন আগে আমি আমার বন্ধুদের সাথে মৌসুনি আইল্যান্ড নামক একটি জায়গায় গেছিলাম। এই জায়গাটির সমুদ্র সৈকত অন্যান্য জায়গার থেকে একটু আলাদা ছিল। কারণ এটা একটা আইল্যান্ড এর মধ্যে অবস্থিত একটি সমুদ্র সৈকত ছিল। এই সমুদ্র সৈকতের সামনে বিভিন্ন ধরনের রিসোর্ট করা ছিল । এইগুলো দেখতে বেশ ভালো লাগে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে। আমি যখন এই সমুদ্র সৈকতটিতে গেছিলাম তখন জোয়ারের সময় চলছিল তাই প্রথমে গিয়ে সমুদ্র সৈকত দেখার সুযোগ পাচ্ছিলাম না তবে পরে যখন ভাটা শুরু হয় আমি সমুদ্র সৈকতে যাই। সেখানে গিয়ে চারপাশের বিভিন্ন সুন্দর দৃশ্য দেখার সুযোগ পাই। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আকাশটাকেও বিশাল লাগে, খুব ভালো লাগে এরকম দৃশ্য দেখতে। এই সমুদ্র সৈকতের যে পাড় ছিল সেখানে বড় বড় গাছ পুঁতে বাঁধ দেওয়া ছিল এগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। আজকে শেয়ার করা ফটোগ্রাফিতে তোমরা এই দৃশ্য দেখার সুযোগ পাবে। সমুদ্র সৈকতে অনেক খাবার ভেসে আসে, সমুদ্রে কোন খাবার ফেলে দিলে স্রোতের সাথে এই খাবারগুলো পুনরায় আবার তীরে চলে আসে। এই জন্য এইসব তীরে বিভিন্ন ধরনের পাখি, কুকুর এসব দেখা যায়। তবে সব থেকে বেশি কাক দেখা যায় । এখানে গিয়ে এমন প্রচুর কাক দেখার সুযোগ পেয়েছিলাম। সেই কাক গুলো সমুদ্র সৈকত থেকে খাবারগুলো খাচ্ছিল। যাই হোক এখন আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।
ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
অবস্থান: মৌসুনি আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল।
Good photography, I like the beach.
Thank you so much for your comment.