বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি || ২ ডিসেম্বর ২০২৩

in Beauty of Creativity2 years ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও মোটামুটি ভালো আছি। আজকের ব্লগে তোমাদের সাথে বাগান বিলাস ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করব।

বর্তমান সময়ে ফটোগ্রাফি করা আমার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কোথাও গিয়ে ভালো কিছু দেখলেই, সাথে সাথে সেগুলো ফটোগ্রাফি করে রাখি। কয়েক মাস আগে যে আমি বন্ধুদের সাথে মৌসুনি নামক একটি আইল্যান্ডে গেছিলাম সেই সম্পর্কে হয়তো তোমরা সবাই জানো। সেখানে গিয়ে আমি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছিলাম। তার মধ্য থেকে অনেক ফটোগ্রাফি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। সেইবার মৌসুনি আইল্যান্ডে গিয়ে আমরা যে রিসোর্টে উঠেছিলাম তার সামনে সুন্দর একটি বাগান বিলাস ফুলের গাছ দেখতে পেয়েছিলাম। এই বাগান বিলাস ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে। সেই সময়টাতে একটু বর্ষা হয়েছিল সেই জন্য প্রকৃতি সবুজ হয়ে উঠেছিল । এইজন্য এই ফুলের গাছগুলোও দেখতে খুব ভালো লাগছিল। সে সময় বাগান বিলাস গাছে যে গোলাপি রঙের ফুলগুলো ফুটেছিল তা দূর থেকে দেখতেও বেশ ভালো লাগছিল। যেহেতু রিসোর্টের মেইন গেটের সাথে এই ফুলের গাছগুলো ছিল তাই এইগুলো বারবার রিসোর্ট -এর ভিতরে আসা যাওয়ার সময় চোখে পড়ছিল। মৌসুনি আইল্যান্ড ঘুরাঘুরির কোন একটা সময় আমি এই গাছের ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম এই ফটোগ্রাফিগুলো শেয়ার করব তবে শেয়ার করা হয়নি। তবে অবশেষে আজকের ব্লগে সেগুলো শেয়ার করলাম।

InShot_20231202_205933749.jpg

InShot_20231202_205826455.jpg

InShot_20231202_205718472.jpg

InShot_20231202_205617947.jpg

InShot_20231202_210028997.jpg



ক্যামেরা: স্যামসাং
মডেল: SM-M317F
ফটোগ্রাফার: @ronggin
স্থান : মৌসুনি আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল।



বন্ধুরা, আজকে শেয়ার করা বাগান বিলাস ফুলের কিছু ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে দেখতে। বাগান বিলাস ফুল আমার খুব ভাল লাগে।।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

 2 years ago 

বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফি অনেক সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই।