নয়ন তারা ফুলের ফটোগ্রাফি | 10% beautycreativity

in Beauty of Creativity7 days ago

সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকের সম্পূর্ণ খুবই সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন যেকোনো নতুন কিছু দেখলে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এজন্য আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। এর আগেও বেশ কয়েকবার আপনাদের মাঝে আমি নয়নতারা করে ফটোগ্রাফি শেয়ার করেছি। যাতে আপনারা আমাকে অনেক বেশি উৎসাহ দিয়েছেন। আপনাদেরই তো উৎসাহ পেয়ে আমি আজকেও চলে আসলাম আবার নয়নতারা ফুলে ফটোগ্রাফি শেয়ার করতে। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। তবে আমি আমার চারপাশে এবং কাছাকাছি জায়গাগুলোতে বেশিরভাগ সময় ফটোগ্রাফি করে থাকি। আর আমার কাছে বন্য ফুল গুলো ভীষণ ভালো লাগে। আমাদের চারপাশে অনেক ধরনের ফুল থাকে তাদের আমরা নাম জানিনা তাই আমি ওই ফুলগুলোকে বন্যফুল হিসেবে বলে থাকি। আর আমার কাছে ফটোগ্রাফি করতেও ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে আমি আমার খালা শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম বেড়ানোর জন্য । তখন আমি তাদের বাড়ির ছাদে এই নয়ন তারা গুলো দেখেছি। যা দেখে আমার কাছে ভীষণ নিয়ে ভালো লেগেছিল। আর তাই আমি এই নয়ন তারা ফুলের কিছু ফটোগ্রাফি করেছি। আর ফটোগ্রাফিতে তো এই ফুলগুলো দেখতে আরও ভীষণ সুন্দর দেখাচ্ছিল। যেহেতু ফটোগ্রাফি করেছি তাই আপনাদের মাঝে শেয়ার করছি। আমি আশা করব আপনাদের কাছে আজকের এই ফটোগ্রাফিটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

1000024269.jpg

1000024272.jpg

1000024268.jpg

1000024270.jpg

1000024274.jpg

1000024273.jpg

লোকেশন

device : Redme note 9

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png