ফটোগ্রাফি : গাঁদা ফুলের ফটোগ্রাফি

in Beauty of Creativity6 days ago

হ্যালো প্রিয় বন্ধুরা,

কেমন আছেন বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্থ এবং ভালো থাকার কামনা করছি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটা পোস্ট নিয়ে। আমি সবসময় ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। কোথাও গেলে আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো করার। বিশেষ করে ফুল কিংবা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতেও আমি পছন্দ করি। আমি যখনই সময় পাই বিভিন্ন কিছুর ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি ফটোগ্রাফি করাটা ও একটা শিল্প। যেটা আমার খুবই ভালো লাগে। তাই জন্য আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ফটোগ্রাফি নিয়ে আসলাম। আশা করব আমার ফটোগ্রাফি টা আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটি গাধা ফুলের ফটোগ্রাফি নিয়ে আসলাম। গাঁদা ফুল দেখতে অনেক ধরনের হয়ে থাকে। এবং কি অনেক সুন্দর সুন্দর কালারের হয়ে থাকে। বেশিরভাগ কালার গুলো দেখতে অনেক সুন্দর। গাঁদা ফুল অনেক জায়গায় চাষ করা হয়ে থাকে। বাজারে বিভিন্ন দোকানে অনেক বেশি মাত্রায় গাঁদা ফুল বিক্রি করতে দেখা যায়। এই ফুল আমাদের দেশে অনেক জায়গা বিক্রি করতে অনেক দেখা যায়। গাঁদা ফুল আমার অনেক পছন্দের একটি ফুল। আমার মত এই ফুল অনেক মানুষ পছন্দ করে। গাঁদা ফুল ছোট বড় সব ধরনের হয়ে থাকে। নার্সারিতে অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল গাছ দেখা যায়। এবং কি বিভিন্ন মানুষ তাদের নিজের বাড়িতে গাঁদা ফুল গাছ অনেক লাগিয়ে থাকে। আজকে আমি এই গাঁদা ফুলের ফটোগ্রাফি আমার এক আত্মীয়দের বাড়ি থেকে করেছি। আশা করি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই।

IMG-20250404-WA0074.jpg

IMG-20250404-WA0073.jpg

IMG-20250404-WA0076.jpg

IMG-20250404-WA0075.jpg

device : Redme note 11
লোকেশন


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@nhriyad
লোকেশনবাংলাদেশ

IMG-20220603-WA0000.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

I am impressed by this photograph. I have been looking for a long time, but my heart is not full. Thank you for sharing these photographs.