✅BOC📸 -: পাতাবাহার গাছের ফটোগ্রাফি { 4 জুলাই -2k24} By narocky71
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
হ্যালো বন্ধুরা"আসসালামু আলাইকুম" আশা করি সবাই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক সুস্থ এবং ভাল আছি। আজ আমি সবার সাথে আমার তোলা ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি খুব বেশি ভালোবাসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি ফটোগ্রাফি করতে বের হই। আর যখন ভালো কিছু ফটোগ্রাফি করতে পারি তখন মন ভালো হয়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে ফটোগ্রাফি করি। বিশেষ করে ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। আমি আশা করি আপনাদের সবার আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
পাতাবাহার গাছ আমি অনেক বেশি পছন্দ করি। আমার অনেক ইচ্ছা রয়েছে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের পাতা বাহার গাছ লাগানোর। এখনো পর্যন্ত আমি বেশ কিছু পাতাবাহারের গাছ লাগিয়েছি। এই গাছগুলো ঢাল এনে বসালেও খুব সুন্দরভাবে হয়ে যায়। এরকম সুন্দর সুন্দর পাতা বাহারের গাছগুলো ঘরের সামনে থাকলে খুবই ভালো লাগে। কয়েকদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমি এই সুন্দর পাতা বাহার গাছ দেখেছিলাম। দেখেই তো অসম্ভব ভালো লেগেছিল। তাই ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে। আমি আশা করি আমার ফটোগ্রাফি টি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করে থাকি। দূর-দূরান্তে গিয়ে আমি ফটোগ্রাফি করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শেষ করলাম।
Original Photo by narocky71
https://w3w.co/edgier.henna.washed
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ক্যামেরা | Samsung Galaxy S23 Ultra |
পোস্ট তৈরি | narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5