বুনো সৌন্দর্য রাস্তার পাশে ফুটে থাকা অবহেলিত ফুল||10% to @beautycreativity

in Beauty of Creativity3 months ago

আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ,
আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি।

গতকাল হঠাৎ করে রাস্তায় হাঁটতে গিয়ে এক অসাধারণ দৃশ্য চোখে পড়ল। রাস্তার পাশে অবহেলায় বেড়ে ওঠা কিছু গাছ, যেগুলোর গায়ে ছোট ছোট কাঁটা সাধারণত কেউ সেদিকে চোখ তেমন দেয় না। কিন্তু সেই গাছগুলোতেই ফুটে আছে ছোট ছোট অপূর্ব ফুল। সাদা পাপড়ির মাঝে ডিমের কুসুমের মতো হলুদ রঙের এক নরম স্পর্শ। যেন প্রকৃতি চুপিচুপি নিজের শিল্পকর্ম এঁকে রেখেছে জনবিচ্ছিন্ন এক প্রান্তে।

আমার ক্যামেরা সবসময় আমার সঙ্গে থাকে। সুযোগ পেলেই আমি মুহূর্তগুলো ধরে রাখতে ভালোবাসি। তাই দেরি না করে নানা অ্যাঙ্গেলে সেই বুনো ফুলগুলোকে ক্যামেরাবন্দি করে নিলাম। সূর্যের আলো, পেছনের রাস্তা আর ফুলের কোমলতা সব মিলিয়ে একটা নীরব অথচ গভীর গল্প বলে দেয় যেন।

এই ফুলগুলো হয়তো নামহীন, পরিচিত নয় অনেকের কাছে। কিন্তু এগুলোর সৌন্দর্যে আছে এক অনন্যতা। কাঁটার ভেতরেও ফুল ফুটে প্রকৃতি যেন বলে, প্রতিকূলতার মাঝেও সৌন্দর্য গড়ে ওঠে।

ছবিগুলো আমি নিচে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ছবিগুলো আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে জানাবেন অবশ্যই। আপনাদের উৎসাহই আমার ফটোগ্রাফির প্রেরণা।

DSC_0588.JPG

DSC_0584.JPG

DSC_0583.JPG

বুনো সৌন্দর্য রাস্তার পাশে ফুটে থাকা অবহেলিত ফুল

সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের এই ছোট্ট ব্লগটি।
নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।

Post Details

CameraNikon D5500
Photographer@mukitsalafi
LocationDhaka, ,Bangladesh
Sort:  
 3 months ago 

Your photography skills are really appreciated. This photograph touched my heart. Thanks for sharing with us