"ঈদের আমেজ"।১০%beneficiary to @beauticreativity.
'বিসমিললাহির রাহমানির রাহিম'
হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম/আদাব।আশা করি তোমরা সবাই ভালো আছো । তোমাদের দোয়ায় আমিও ভালো আছি।বেশ কিছুদিন ধরে আমার চাকুরির ব্যসততার কারণে পোস্ট করতে পারিনি।আর তাছাড়া তোমরা তো জানো আমি ছবি আঁকাতে পছন্দ করি।কিন্তু আজ তার উল্টো।আশা করি তোমাদের ভাল লাগবে।
মুসলমানদের ধমীয় উতসব বছরে দুটি। একটি হল ঈদুল ফিতর ও অপরটি ঈদুল আজহা। ঈদুল ফিতর এর পর আসছে আগামী ০৭-০৬-২০২৫ইং তারিখে পবিত্র ঈদুল আজহা।এদিন সবাই আমরা সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে নতুন জামাকাপড়, সুরমা,আতর লাগিয়ে সেমাই খেয়ে ঈদগাহের দিকে যাব।
অতপর ঈমাম সাহেবের বয়ান শুনব তারপর দু'রাকাত ওয়াজিব নামায আদায় করে সকলের সাথে কোলাকুলি করে বাড়িতে আসব।কোরবানির পশু জবেহ করে মাংস গুলো তিনভাগে ভাগ করব।পাড়াপ্রতিবেশি, আত্মীয় স্বজন, গরীব দুস্থ মানুষের মাঝে ভাগ করে দেব।
খাওয়া দাওয়া সেরে বন্ধুদের সাথে দূরে কোথাও ঘুরতে যাওয়া,কোক খাওয়া, চা-সিগারেট আর কত কি?সব মিলে এবারের ঈদের আমেজ টাই অন্য রকম হবে।তো যাই হোক আজ তাহলে এ পরযন্তই।আবার আগামীতে কোন এক নতুন কিছু নিয়ে। সে পযনত সবাই ভালো সুসথ ও সুনদর থাকবে।আর হ্যাঁ যদি আমার এ সামান্য লেখাটুকু পড়ে তোমাদের ভাল লাগে তাহলে অবশ্যই আপভোট, কমেনট, রিসটিম করতে ভুলবেনা কিন্তু।
লেখক পরিচিতি 🇧🇩:-
মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে সামান্য একজন মুক্তমনা ব্লগার। ছবি আর্ট করার পাশাপাশি গল্প লিখতে আমার ভালো লাগে তাই চেষ্টা করি কোয়ালিটিপুণ্য ছবি আর্ট বা গলপ লেখার।
You are not following the rule of the beneficiary.
Set 10% beneficiary to the community account @beautycreativity.
Read more about setting beneficiary here
Join us on Discord
https://x.com/PrinceMaha50611/status/1928842321082081363?t=lkqet7IdTejuhwIRzwMNSQ&s=19