মানব দেহের অঙ্গপতঙ্গ আট||১০% beneficiary to @beauty of creativity
'বিসমিললাহির রাহমানির রাহিম'
🎤হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ।আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও আমি তোমাদের মাঝে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের আট ফুটিয়ে তুলবো। তাই চেষ্টা করলাম ছবিটি আঁকানোর।আশা করি ভালো লাগবে সবার।
![]() |
---|
প্রয়োজনীয় উপকরণ:
ক.আটপেপার
খ.পেনসিল
গ.রাবার
ঘ.কালো রঙের পেন্সিল
ঙ. কাটার
চ. গোলাপি রঙের পেন্সিল এবং
ছ. খয়েরি রঙের পেন্সিল।
↪️অংকনের পদ্ধতি↩️:
(১)প্রথম ধাপ: পেন্সিলের সাহায্যে মানবদেহের ফুসফুস ও একপাশের বডি এঁকে নেই।
|-|
(২) দ্বিতীয় ধাপ: তারপর পেন্সিলের সাহায্যে আরেক পাশের বডি এঁকে নেই এবং মাথাটি ভালোভাবে এঁকে নেই।
![]() |
---|
(৩) তৃতীয় ধাপ: সর্বশেষে কালো রঙের পেন্সিল, খয়েরি রঙের পেন্সিল, গোলাপি রঙের পেন্সিলের সাহায্যে ছবিটিতে ভালোভাবে রং করে নেই।
![]() |
---|
আর এইভাবে আমি মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের ছবি আঁকার পদ্ধতি শেষ করি। আজ তাহলে এখানেই বিদায়। ভালো থাকবে সুস্থ থাকবে। সবাইকে সালাম আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আদাব। আর হ্যাঁ পোস্টটি ভাল লাগলে অবশ্যই আপ ভোট , শেয়ার, কমেন্ট করতে ভুলবে না কিন্তু।
😐পোস্টটি ভিজিট করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।
Device | Name |
---|---|
Android | Walton Primo H10 |
Camera | 16M Dual Camera📸 |
Location | Bangladesh |
Short by | @mdtouhidul |
![]() |
---|
লেখক পরিচিতি 🇧🇩:-
মো:তোহিদুল ইসলাম।বাংলাদেশের উত্তরবঙ্গ জেলা গাইবান্ধা থেকে সামান্য একজন মুক্তমনা ব্লগার।ব্লগ লিখতে ভাল লাগে তাই চেষ্টা করি কোয়ালিটিপুণ্য ব্লগ লিখতে।
https://x.com/PrinceMaha50611/status/1846913298132095142?t=c0ZECh8xv5KSDE2j3Oe7hw&s=19
মানব দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো আপনার আর্ট এর মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক সুন্দর হয়েছে। শুভকামনা আপনার জন্য।
মনতব্য করার জন্য ধন্যবাদ।