বসন্তের শেষ দিনে কিছু ফুলের ফটোগ্রাফি ৩০ চৈত্র ১৪৩১।

in Beauty of Creativity4 months ago

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন। আমার মনে হয় আপনারা ভাল আছেন। আমি আল্লাহর অশেষ দয়ায় ভাল আছি। আমি আজকে আপনাদের সামনে একটি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি।

আমি আজকে কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে কথা বলব। আশা করি আপনাদের কাছে আমার ফটোগ্রাফি ভাল লাগবে। আমি যে ফুলের ফটোগ্রাফি করেছি সেটির নাম আমার জানা নেই। মানুষের কাছে ল্যাটিনা ফুল নামে শুনেছি। তাই আমিও ফুল গুলোকে ল্যাটিনা নামেই সম্মোধন করছি। ফুল গুলোর দেখে আমার কাছে খুব ভাল লাগল। মজার বিষয় হলো একই গাছে একই ফুলের পাপরি তিন কালারের। মাঝখানে হলুদ এবং গোলাপি রঙের আর চার দিকে লাল রঙের পাপরি রয়েছে। এই ফুলের গাছ মানুষের বাড়িতে কম দেখা যায়। এই ফুল গুলোর সাধারণত আফিস, কোম্পানি, বড় কোন শপিংমলের বাহিরে, গেইটের সামনে এই ফুল গাছ গুলো লাগানো থাকে। যেন সুন্দর্য বৃদ্ধি পায়।

আমি এই ফটোগ্রাফি যেখান থেকে করেছি সেটিও আমাদের দেশের অন্যতম একটি বড় সপিং কমপ্লেক্স।

1000099768.jpg

1000099769.jpg

1000099766.jpg

1000099767.jpg

1000099765.jpg

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ফটোগ্রাফি গুলো দেখার জন্য এবং আমার কন্টেন্টটি মনযোগ সহকারে পড়ার জন্য।

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

 4 months ago 

Gave a wonderful flower photography gift This is a beautiful flower. The beauty of this flower is capable of catching the eye of any person.It was nice to see flower photography from you.

 4 months ago 

Thanks Brother