বর্ষার ফুল কদম ফুলের ফটোগ্রাফি
Assalamu Alaikum Wa Rahmatullah Everyone
Assalamu Alaikum Wa Rahmatullah Everyone
হ্যালো স্টিমিটের সকল বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করছি সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য কদম ফুলের ফটোগ্রাফি নিয়ে এসেছি। আমি আশা করছি সকলের কাছে অনেক ভাল লাগবে।
মূলত বর্ষার ফুল কদম ফুলকে বলা হয়। প্রতি বছর বর্ষা মৌসুমে কদম ফুল ফোটে। প্রকৃতিতে বর্ষার আগমন প্রস্থানের সাথে কদম ফুলের আগমন প্রস্থানের অনেকটা মিল থাকায় কদমকে বর্ষার ফুল বলি আমরা। আমার দৈনন্দিন কর্ম ব্যস্ততার মধ্যে আমি প্রতিদিন প্রকৃতির মাঝে সময় কাটাতে স্বাচ্ছন্দ বোধ করি। প্রকৃতির অপরুপ সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আজ আমি সেই অসাধারণ কদম ফুল দেখতে পাই। এটি পাড়ার সময় এর সৌন্দর্য ও মিষ্টি গন্ধ উপভোগ করছিলাম। কদম ফুল ভালবাসেনা বা পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবেনা। এমনই ফুল আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রিয় বন্ধুরা আমার, আমার আজকের ফটোগ্রাফি গুলো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
Thanks alot for reading .
Good luck to you.
Good luck to you.
Jasim Uddin

https://x.com/jasimuddin4403/status/1946455174496846149