বন্য ফুলের ফটোগ্রাফি || 10% beneficiary @beautycreativity

in Beauty of Creativity2 months ago

হ্যালো বন্ধুরা


সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত চেষ্টা করেই নতুন কি করা যায়। এখনকার মধ্যে আমার কাছে ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। এইজন্য ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। তেমনি আজকেও নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। এখন তো কোথাও বের হলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। কারণ ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আশা করি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250613_125900.jpg

এই হচ্ছে নাম না জানা বন্য ফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্যফুল আছে যেগুলো দেখতে বাস্তব চমৎকার লাগে। আর এইসব বন্য ফুলগুলো অযত্নে অবহেলা বড় হয়। আর এই বন্য ফুল দেখলে মনে হয় বাস্তবে কোন ফুল হবে। এবং এই বন্য ফুল গাছের মধ্যে কিন্তু কাটা আছে। আর কাঁটাগুলো কিন্তু অনেক বড় বড়। এবং শরীরের মধ্যে কোথাও লাগলে কাঁটাগুলোর কারণে বিষ করা হয়। তবে বন্য গাছের মধ্যে এই ফুলগুলো কালার কিন্তু চমৎকার। যদিও এই ফুলগুলো আলাদা আলাদা ভাবে ফুটে গাছের মধ্যে। আর যখন গাছের মধ্যে ফুলগুলো সম্পূর্ণ ফোটা হয় তখন দেখতে কিন্তু চমৎকার লাগে। বন্যফুল হলেও ফুলের সৌন্দর্য দেখলে এমনিতে ভালো লাগে। আর এই বন্যফুল গুলো বেশিরভাগ নদী এলাকায় এবং জঙ্গলের মধ্যে বেশি হয়। অনেকদিন আগে আমি নদীর ধারে ঘুরতে গিয়ে এই বনফুল দেখি। দেখার পর আমি এই বন্য ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকেই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আশা করে আমার বন্য ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে। আর আমি চেষ্টা করি চোখের সামনে কিছু ভালো দেখলে ফটোগ্রাফি করার। আপনাদের মাঝে আবার শেয়ার করার চেষ্টা করি।

IMG_20250613_125903.jpg

IMG_20250613_125857.jpg

IMG_20250613_125849.jpg

IMG_20250613_125846.jpg

লোকেশন

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WDkeV9VyKBz5Bu3NZTo6vZivF5GUXJBEVLvBH1h3HsRp1ZYBsgUduPRLsLxWo...xVSorX63jpdcQpgoYDtf9x3DN8TKARQ7rxQmPrgsaidU8vuBFtBs3xALA1CeVMSuoJvH9jBe1vBTGM7Jdi8hZqjc7ACVe9gifx8cRJZBRxp1hzRxHyfz4TnBUS.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 2 months ago 

This photograph really inspires me. The photographer's skill is evident in every piece. Best wishes for you.