চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি || 10% beneficiary @beautycreativity

in Beauty of Creativitylast month

হ্যালো বন্ধুরা


সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত চেষ্টা করেই নতুন কি করা যায়। এখনকার মধ্যে আমার কাছে ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। এইজন্য ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। তেমনি আজকেও নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। এখন তো কোথাও বের হলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। কারণ ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আশা করি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250322_160231.jpg

আজকে আমি আপনাদের মাঝে চাল কুমড়ো ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। তবে চাল কুমড়ো ফুল হতে সবজি ফুল। আর চাল কুমড়ো ফুলগুলো ভাজি করলে খেতে বেশ মজাই লাগে। তবে কুমড়ো গাছ রোপন করলে অনেক সুবিধা হয়। কারণ কুমড়ো খাওয়া যায় শাকসবজিও খাওয়া যায়। এবং ফুলগুলো ভাজি করে ও পকোড়া বানানো যায়। আর আমাদের এদিকে কমবেশি প্রত্যেক বাড়িতে সবজি গাছ রোপন করে। কারণ সবজি গাছ রোপন করলে তাজা সবজি খাওয়া যায়। আমি নিজেও আমাদের বাড়িতে অনেক ধরনের সবজি গাছ রোপন করেছি। আর সবজি গাছের মধ্যে ফুল ফুটলে ও দেখতে ভালো লাগে। আর ঠিকমতো পানি দিলে গাছগুলো তারা থাকে। আমাদের বাড়িতে আমি বিভিন্ন ধরনের কুমড়ো গাছ ও কিছু সবজি গাছ রোপন করেছি। আর এই গাছগুলোর যত্ন করে আমি নিজে। আর একসাথে অনেকগুলো সবজি ফুল হলে আমি মাঝেমধ্যে পকোড়া বানিয়ে খাই। আজকে সকাল বেলা আমি সবজি ক্ষেতে গেলাম। তখন এই ফুল দেখতে পেলাম আমি। দেখে আমার কাছে সবজি ফুল ভালো লাগলো। সাথে সাথে আমি এই সবজি ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আশা করি আমার এই সবজি ফুলের ফটোগ্রাফি দেখে আপনার অনেক ভালো লাগবে। আশা করি সবজি ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250322_160315.jpg

IMG_20250322_160310.jpg

IMG_20250322_160240.jpg

IMG_20250322_160228.jpg

IMG_20250322_160224.jpg

লোকেশন

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPyYtysqh4AAKfFe2PjLrs9yQRDk8uu33U6mEQUawZfzwZRYHVdfBKjFEY9bHU...rKYsVvSJ5cLMN6F1MDoTYB9sbZTry4Gk1FMDMADUBUpmCn99Roaxp8rXJb2eC5PoQwkZVhzif52ME79WDArQnyqeDztM45wH4rnBUqqX43DwMEvnLB38AXvxAS.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WDkeV9VyKBz5Bu3NZTo6vZivF5GUXJBEVLvBH1h3HsRp1ZYBsgUduPRLsLxWo...xVSorX63jpdcQpgoYDtf9x3DN8TKARQ7rxQmPrgsaidU8vuBFtBs3xALA1CeVMSuoJvH9jBe1vBTGM7Jdi8hZqjc7ACVe9gifx8cRJZBRxp1hzRxHyfz4TnBUS.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 last month 

Hi, @bdwomen

You are not following the rule of the beneficiary.

Set 10% beneficiary to the community account @beautycreativity.

Read more about setting beneficiary here

Join us on Discord

 last month 

I like yellow flowers, and this flower looks very beautiful.

 last month 

Well focused and clear shots. Keep it up.