নয়নতারা ফুলের ফটোগ্রাফি || 10% beneficiary @beautycreativity
হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতিনিয়ত চেষ্টা করেই নতুন কি করা যায়। এখনকার মধ্যে আমার কাছে ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। এইজন্য ফটোগ্রাফি করতে বেশি পছন্দ করি। তেমনি আজকেও নতুন কিছু ফটোগ্রাফি নিয়ে আসলাম। এখন তো কোথাও বের হলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। কারণ ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আশা করি আমার আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে নয়নতারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। নয়নতারা ফুল আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই ফুলের সৌন্দর্য অসাধারণ। আর এই ফুলের কালার গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগে। নয়ন তারা ফুল অনেক জাতের এবং অনেক কালার আছে। আর নয়নতারা ফুলকে অনেকে শীতকালীন ফুল বলে। তবে নয়ন তারা ফুল গাছ যত্ন নিলে অনেক বছর পর্যন্ত টিকে। আর এই ফুল গাছগুলোর মধ্যে যখন ফুল ফোটে তখন চুলের সৌন্দর্য চমৎকার লাগে। আর গাছের মধ্যে যখন একসাথে ফুল ফুটে তখন পরিবেশে অন্যরকম লাগে। আমাদের এদিকে নয়ন তারা ফুল গাছ কম বেশি অনেক দেখা যায়। যদিও নয়ন তারা ফুল গাছগুলো আকারে তেমন বড় হয় না। আর নার্সারি বাগানে গেলেও নয়নতারা ফুল গাছ কমবেশি দেখা যায়। অনেকদিন আগে আমি আর আমার আপু নার্সারি বাগান থেকে ফুল গাছ কিনেছিলাম। আর গাছটি রোপন করার পর গাছের মধ্যে চমৎকার কিছু ফুল ফুটেছে। তাই আজকে এই নয়নতারা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। এবং চিন্তা করলাম এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। তাই আজকে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি নয়নতারা ফুলের ফটোগ্রাফি দেখে আপনার অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung galaxy a7 |
ফটোগ্রাফার | @bdwomen |
লোকেশন | ফেনী |
https://x.com/bdwomen2/status/1907471555724193836?t=OkX5kL4tEC9X0Y-3yl35wg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bdwomen2/status/1907491870764081510?t=O9iu746_N5pDUf2I_YstxQ&s=19
https://x.com/bdwomen2/status/1907493664466796567?t=88UqvUOINJp4gQyw-zBjCw&s=19
https://x.com/bdwomen2/status/1907494817036378569?t=WeH6cDZiMXLBPlQ3z-uSgQ&s=19
There is so much imagination and creativity in the photographer's work which I am really impressed with. Thank you so much for sharing your creative photography with us.