কুমিল্লা ভ্রমণ পর্ব 1

in Beauty of Creativity2 years ago

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন আমার প্রিয় বিউটি অফ ক্রিয়েটিভিটির বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।

আমি ভ্রমণ করতে এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে অনেক পছন্দ করি। দেশের কিংবা দেশের বাহিরের অনেক জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা আছে। আমি সেসব অভিজ্ঞতা আমার বিউটি অফ ক্রিয়েটিভিটির সকল বন্ধুদের সাথে শেয়ার করব। ভবিষ্যতে আমার সকল ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। আজ কুমিল্লা ভ্রমণের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে শেয়ার করব।


কিছুদিন আগে একদিনের ভ্রমণে কুমিল্লায় গেছিলাম আমার বন্ধুদের সাথে।সেখানে যাবার পথে আমরা মেঘনাঘাটে বিরতি দিয়ে সকালের নাস্তা করেছিলাম। এরপরে আমার কুমিল্লা শহরের দিকে যাত্রা শুরু করি , প্রথমে কুমিল্লা শহর সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই।


কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা। শিক্ষা, শিল্প ও সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা প্রাচীন ঐতিহ্যসমৃদ্ধ এই জেলা প্রাচীনকালে সমতট জনপদের অন্তর্গত ছিল এবং পরবর্তীতে এটি ত্রিপুরা রাজ্যের অংশ ছিল। কুমিল্লা জেলার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো; শালবন বিহার, আনন্দ বিহার, ময়নামতি ওয়ার সিমেট্রি, ধর্মসাগর দীঘি, রূপবান মুড়া, চন্ডীমুড়া মন্দির, ম্যাজিক পার্ক ইত্যাদি।

প্রথমে আমরা ময়নামতি ওয়ার সিমেট্রি পরিদর্শন করতে যাই


ময়নামতি রণ সমাধিক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯০৩-১৯৪৫) নিহত ভারতীয় (তৎকালীন) ও বৃটিশ সৈন্যদের কবরস্থান। এটি ১৯৪৬ সালে তৈরি হয়েছে। কুমিল্লা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান।


WhatsApp Image 2023-04-11 at 3.41.14 PM.jpeg

WhatsApp Image 2023-04-11 at 3.41.15 PM (1).jpeg

WhatsApp Image 2023-04-11 at 3.41.15 PM.jpeg

WhatsApp Image 2023-04-11 at 3.35.11 PM.jpeg

WhatsApp Image 2023-04-11 at 3.35.10 PM.jpeg

WhatsApp Image 2023-04-11 at 3.35.08 PM.jpeg

WhatsApp Image 2023-04-11 at 3.35.06 PM (1).jpeg

WhatsApp Image 2023-04-11 at 3.35.06 PM.jpeg

WhatsApp Image 2023-04-11 at 3.35.05 PM (1).jpeg

WhatsApp Image 2023-04-11 at 3.35.04 PM.jpeg

WhatsApp Image 2023-04-11 at 3.35.05 PM.jpeg

ধন্যবাদ সকল বন্ধুদের

Sort:  
 2 years ago 

আপনি সুন্দর কিছু মূহূর্তের ছবি আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন।এই জায়গাটা যাওয়া আমার অনেক দিনের ইচ্ছা। সময় সুযোগ এর কারণে যাওয়া হয়না।