আমার তোলা ফুল আলোকচিত্র 📸 🌹

in Beauty of Creativity7 days ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

ফুলের আলোকচিত্র

IMG20241023121325.jpg

IMG20241023121413.jpg

টগর ফুল দেখতে খুবই সুন্দর ফুল। ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ। টগর ফুল দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এইটি সুন্দর এবং সুগন্ধি ফুল। এটি সাদা রঙের হয় এবং দেখতে অনেকটা জুঁই ফুলের মতো লাগে। সাধারণত বাগান, বাড়ির আঙিনা বা রাস্তার ধারে টগর গাছ লাগানো হয়। গাছটি ছোট ঝোপালো আকারের হয় এবং সারা বছরই ফুল ফোটে। টগর ফুলে কোনো বিশেষ মৌসুম নেই, তবে বর্ষা ও শীতে বেশি ফুটতে দেখা যায়। এর পাপড়ি নরম এবং হালকা সুগন্ধ ছড়ায়। টগর ফুল ধর্মীয় কাজেও ব্যবহার করা হয় এবং সাজসজ্জার জন্যও খুব জনপ্রিয়।

IMG20241023121311.jpg

IMG20240925123322.jpg

লোকেশন
Device :- realme C55

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn4G1AtrgRoze6iwp.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤