সবচেয়ে দৃঢ় সম্পর্ক ভাই-বোনের সম্পর্ক।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামু আলাইকুম।

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?? আশা করছি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। অসুস্থ থাকার কারণে গত দু দিন কোন পোষ্ট করতে পারিনি।কিন্তু আজ একটু সুস্থ আছি ,তাই একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

পৃথিবীতে বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে। সব সম্পর্কে রাগ অভিমান ভালোবাসা থাকে। কিন্তু আজকের এমন এক সম্পর্কর কথা বলছি যেখানে রাগ,অভিমান, ভালোবাসা,দুষ্টুমি ঝগড়াঝাঁটি এবং ছায়ার মত একটি সম্পর্ক। সেটা হলো ভাই বোনের সম্পর্ক।

FB_IMG_1676739088997.jpg
ছবিটি ফেসবুক থেকে নেওয়া।

আমাদের সমাজে যে পরিস্থিতি সেখানে এখন আর কোনো সম্পর্কই বিশ্বাসযোগ্য না গুটিকয়েক সম্পর্ক বিশ্বাসযোগ্য।। তারমধ্যে ভাই বোনের সম্পর্ক গুলো অন্যতম। বাবা মায়ের পর আপনার নিজের ভাইবোন ই নিজের ভাই বোনের খেয়াল রাখে।

এই যে ধরুন কিছুদিন আগে তুরস্কে ঘটে যাওয়া সেই ভূমিকম্পের কথা। শেখানো দেখাই যাচ্ছে ছোট্ট একটি বোন তার ছোট্ট ভাইটি কে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তার ছোট হাত দুটো দিয়ে দেওয়াল ঠেকিয়ে তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। অথচ সেও কিন্তু বিশাল বড় এক দেওয়ালের নিচে আটকে আছে। সে ছোট্ট বোনটিও কিন্তু অবুঝ শিশু। বিশাল বড় সেই দেওয়ালের নিচে পরম মমতায় আগলে রেখেছে তার ছোট্ট ভাইটিকে।

সারা পৃথিবির মানুষের অন্তর নাড়া দিয়েছে, তাদের এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে। একটা ভাই তার বোনের কাছে কতটা নিরাপদ সেটা ছোট্ট ওই দুই শিশুকে দেখলেই বোঝা যায়। পৃথিবীর সকল ভাই বোন এমনই।

তুরস্কের এমন ভয়াবহ ভূমিকম্পে না জানি কত ভাই কত বোন এইভাবে চাপা পড়ে আছে। নিশ্চয়ই অনেক ভাই বোন চেষ্টা করেছিল তাদের ভাই বোনকে আগলে রাখার, বিপদ থেকে রক্ষা করার। কিন্তু সে সুযোগ আর তাদের হয়ে ওঠেনি। ভীষণ মর্মান্তিক এক ঘটনা ঘটে গেছে।

ভাই অথবা বোন যে বিপদে পড়ুক না কেন সে ভাই বোন সবার আগে এগিয়ে যায়। সেটা আমি আমার ভাইয়ের ক্ষেত্রে ও বলি। আমার যখনই কোন কোন হেল্প লাগে যখনই কোন বিপদে পড়ে সবার আগে আমার ভাইয়া এবং বোনের সাথে শেয়ার করি। তারা যথাসাধ্য আমাকে সাহায্য সহযোগিতা করে।

দোয়া করি পৃথিবীর সকল ভাই বোনের পবিত্র সম্পর্ক সব সময় অটুট থাকুক, মিষ্টি ভালবাসায় জড়িয়ে থাকুক। যাদের কোন ভাই বোন নেই তারাই বুঝে ভাই বোন না থাকার অভাব এবং এটার কষ্ট কতটুকু!!!

ভালো থাকুক,সুস্থ থাকুক তুরস্কের ভূমিকম্পে আহত সকল মানুষেরা। তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ এসব বিপদ আপদ থেকে আমাদের সবসময় রক্ষা করুক।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

যাক অবশেষে আপনি বিষয়টি আমাদের সাথে আলোচনা করেছেন। আমিও ছবিটি সেভ করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আপনি যেহেতু শেয়ার করে দিছেন অনেক ভালো লেগেছে। যোগ যোগ ধরে ছোটকাল থেকেই এ পর্যন্ত দেখেছি আসলে বোনেরা ভাইদের প্রতি বেশি আন্তরিক। ভাইদের প্রতি বোনের ভালোবাসা সব সময় মায়ের ভালোবাসার মতো ছায়া হয়ে থাকে। এই ছবিতে সেই প্রমাণ সৃষ্টি কর্তা খুব সুন্দর করে জনগণকে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। বিষয়টি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু অনেক ভালো লেগেছে।

 2 years ago 

জ্বী আপু ঠিকই বলেছেন সব সময় বোনেরা ভাইদের প্রতি বেশি আন্তরিক এবং বেশি যত্নশীল, একটা মেয়ে ছোটবেলা থেকেই বাবা এবং ভাইয়ের সাথে থেকে ধীরে ধীরে বড় হয় তাই তো বাবা এবং ভাইয়ের প্রতি ভালোবাসা অনেক বেশি থাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 
হা ভাই ঠিকই বলেছেন, ভাই আর বোনের মধ্যে যে কতটা মধুর সম্পর্ক তা বলে শেষ করা যাবে না।কিছু সময় ভাই পিতার দ্বায়িত্ব পালন করে।আবার বোন মমতাময়ী মায়ের মতো হয়ে যায়।আর কিছুদিন আগে তুরস্কে ঘটে যাওয়া সেই ভূমিকম্পে এমন এক ভাই বোনের সম্পর্ক দেখলো সারা বিশ্ব।আসলে আল্লাহ তায়ালা ভাই বোনের মাঝে এমন এক সম্পর্ক গড়ে দিয়েছেন ।যার তুলনা হয় না।বিষয়টি এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
 2 years ago 

যে ভাইয়া ঠিকই বলেছেন আসলে আল্লাহ তাআলা ভাই-বোনদের মধ্যে দুই একটা সম্পর্কে গড়ে তুলেছেন এরকম মধুর সম্পর্ক আর কিছুটাই হতে পারে না, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে পৃথিবীর সব থেকে দৃঢ় সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক। পরিস্থিতি যেমনই হোক না কেন ভাই বোনের সম্পর্ক খুবই গভীর থাকে সবসময়। আপনি কিন্তু আজকে যে টপিক নিয়ে পোস্ট লিখেছেন তা সত্যি খুবই ভালো ছিল। এরকম টপিক নিয়ে যে কোন ধরনের পোস্ট লিখলে পড়তে ভীষণ ভালো লাগে।আপনি সম্পূর্ণটা খুবই সুন্দর ভাবে লিখেছেন বলতে হয় এক কথায় অসাধারণ ছিল।

 2 years ago 

আসলে ভাইয়া ভাই বোনের সম্পর্ক পরিস্থিতি যেমনই হোক না কেন সব সময় অনেক গভীর থাকে, আল্লাহ সকল ভাই-বোনদেরকে এরকম থাকার তৌফিক দান করুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন

 2 years ago 

ঠিকই বলেছেন ভাই বোনের সম্পর্কটা যে কত মধুর তা যাদের ভাই বোন নেই তারা কখনো তা উপলব্ধি করতে পারবে না। মা-বাবার পরে বড় ভাই পিতার মতো দায়িত্ব পালন করে ‌। এবং বড় বোন অনেক জায়গায় মায়ের মত ছোট ভাই বোনদেরকে আগলে রাখে। তুরস্কের সে ভূমিকম্পের সময় ভাই বোনের এমন সম্পর্ক মানুষের মনকে নাড়া দিয়ে যায়। আপনার পোস্ট পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সিরিয়ায় ঘটে যাওয়া ভাই বোনের এই ঘটনা সারা পৃথিবীতে সারা জাগিয়েছে।।
আসলে ভাই বোনের সম্পর্কটা এমন রাগ অভিমান ভালোবাসা ঝগড়া দুষ্টাম ে সবই থাকে এর মধ্যে।।
সবার উপরে থাকে আত্মার আত্মার সম্পর্ক এবং ভালোবাসাটা।।

অনেক সুন্দরভাবে আপনার পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই ভালো লাগলো।।

 2 years ago 

ভাই বোনের সম্পর্ক এমন একটি সম্পর্ক যা ভাঙ্গা খুবই কষ্টের এবং কঠিন। সত্যি ভাই বোনের সম্পর্ক হচ্ছে সবচেয়ে দৃঢ় সম্পর্ক। আপনি ভাই বোনের সম্পর্ক নিয়ে যে উদাহরণ দিয়েছেন তা কিন্তু একেবারেই সত্যি আমার কাছে কিন্তু ভীষণ ভালোই লেগেছে এই উদাহরণগুলো পড়ে। আসলে যেখানে রাগ, অভিমান, ভালোবাসা, দুষ্টামি, ঝগড়া লেগে থাকে সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক। এটা এমন একটা সম্পর্ক যার কখনো তুলনা হয় না। ভালোই লাগলো আপনার আজকের লেখার টপিক।

 2 years ago 

সত্যি বলতে তুরস্কর ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক একদম ভেঙে পড়েছে এটা সত্যিই অনেক বেশি কষ্টের। তবে আমি এটা মনে করি যে পৃথিবীতে যত রকম সম্পর্কই আছে তার মধ্যে ভাই বোনের সম্পর্ক এক অন্যতম চির অটল বন্ধন এই বন্ধন কখনো ছিন্ন হবার নয়। প্রথম যে ছবিটি আপনি শেয়ার করেছেন এটা ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে আসলে এতটা কষ্টের মাঝেও বোন তার ভাইকে আগলে রেখেছে যেটা দেখে মাঝে মাঝে চোখে পানি চলে আসে। আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এসব ভূমিকম্পের বিপদ আপদ থেকে দূরে রাখে।

 2 years ago 

ভাই বোনের সম্পর্ক সারাজীবন অটুট থাকে। বিশেষ করে বোনরা ভাইদেরকে অতিরিক্ত ভালোবেসে থাকে। আমি আমার চোখের সামনে আমার নিজের ভাইকে মারা যেতে দেখেছি। আমি এখনো তাকে ভুলতে পারি না। গত ১২ বছর হয়ে গেল সে আমাদের সাথে নেই। তারপরও একটি দিন নেই যে তাকে নিয়ে ভাবিনি। তুরস্কের এই ভূমিকম্পের ঘটনাটা আসলেই খুবই দুঃখজনক। ধন্যবাদ আপু সুন্দর করে বিষয় টা আলোচনা করার জন্য।