সুন্দরে লুকায়িত নির্মমতা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আসলে এমন একটি ব্যাপার নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যে লেখাটি হয়তো আপনাদের সাথে শেয়ার না করলেও পারতাম। কিন্তু কিছু কিছু ব্যাপার রয়েছে। যেগুলো আসলে শেয়ার না করলেই নয় এবং শেয়ার করার মাধ্যমে যদি কোনো কিছু সম্পর্ক সচেতনতা বৃদ্ধি করতে পারি। তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি উপকার এর।

বেশ কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, সে নিউজে একটি মহিলা আসলে অনেক সুন্দর এবং আসলে মূল ব্যাপার যদি একটু ভালোভাবে ক্লিয়ার করি। তাহলে আরো পরিষ্কার করে বুঝতে পারবেন। সেটা হলো, সে একটি মেয়েকে কয়েক বছর ধরে ঘরে আটকে রেখে রীতিমতো পাশবিক নির্যাতন করেছে অর্থাৎ কাজের মেয়েকে।

এবং কোনো একটা প্রতিবেশী হয়তো নিজের পরিচয় গোপন করে পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশ ইনভেস্টিগেট করতে এসে দেখে যে, সত্যিই মেয়েটার অবস্থা খারাপ। এমনকি সামনের কয়েকটা দাঁত পর্যন্ত ফেলে দিয়েছে। বুঝতে পারছেন? কতোটা মারলে একটা প্রাপ্ত বয়স্ক মানুষের সামনে চারটা দাঁত পরে যায়!

সে সাথে তার হাতে অনেক বেশি ছ্যাঁকা এর দাগ রয়েছে। যেগুলো চুলের স্ট্রেটনার দিয়ে দেওয়া হয়েছে। সাধারণত আমরা যারা স্ট্রেটনার ইউজ করি। আমরা আসলে দেখছি এবং বুঝতে পারি যে, স্ট্রেটনার এর গরম কতো বেশি। আর সেটা দিয়ে যদি কোনো মানুষের স্কিন পুড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা সহ্য করার মতোন নয়। তাও চিন্তা করুন, কতোটা পাশবিক হলে মানুষ এই কাজগুলো করে!

যাইহোক, পরবর্তীতে মেয়েটিকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয় এবং মেয়েটার ছবিগুলো আসলে আপনাদের দেখাতে পারলে বুঝতেন যে, একটা মানুষকে কি পরিমাণ নির্যাতন করলেও মানুষের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যায়। অর্থাৎ এতো মেরেছে মেয়েটিকে যে তার চেহারা পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। ব্যাপারগুলো ভাবলেও মনে ভয় ধরে যায়!আমরা মানুষেরা কি ভয়ংকর হয় আসলে।

ABB.gif