শব্দচয়ন হোক সাবধানতায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে কিছু পোস্ট পড়ছিলাম স্টিমিটে। অর্থাৎ আমার বাংলা ব্লগ কমিউনিটির এবং সেই সাথে আরো অনেকগুলো কমিউনিটির। কারণ আমার সাধারণত অবসর সময় এ লেখালেখি করতে ও পড়তে অনেক বেশি ভালো লাগে। তো আমি মাঝে কিছুটা ব্রেক টাইম পেয়েছিলাম। অর্থাৎ কাজের মাঝে তো তখন ভাবলাম যে কিছু লেখাপড়া যাক। স্বাভাবিকভাবে লেখা পড়ছিলাম এবং বেশ ভালো লাগছিলো। কারণ অনেকের লেখা এতো বেশি শ্রুতি মধুর অর্থাৎ পড়তে ভালো লাগে।

যাই হোক, একটা লেখায় আমার একটু চোখ আটকে যায়। কারণ সে আসলে একটা ধর্মীয় উৎসব নিয়ে লিখেছিলো। লেখাটির সারসংক্ষেপ যদি আমি বলি। তাহলে আসলে সেটা হলো, সে অন্য ধর্মের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলো এবং তার লেখাটিও ছিলো পজিটিভ। অর্থাৎ সে ওই অনুষ্ঠানে অনেক মজা করেছে এই ধরনের একটা লেখা ছিলো। কিন্তু মাঝে কিছু শব্দ চয়ন এমন ছিল যে, যে কোনো মানুষ পড়লেই তাদের মেজাজ গরম হয়ে যাবে। অর্থাৎ সে ভালো জিনিস গুলো কেও এমন ভাবে তুলে ধরেছে যে পড়তে বিরক্ত লাগছিলো।

ব্যাপারটি এমন নয় যে, সে খারাপ উদ্দেশ্যে লিখেছে কিংবা তার মন খারাপ ছিলো। অর্থাৎ তার মন দূষিত ছিলো কিংবা সে মজা করতে পারেনি এমন নয়। সে তার মজা করার বিষয়গুলো নিয়েই লিখেছিলো।কিন্তু শব্দ উচ্চারণ ছিলো একেবারে ভুল। এবং এভাবে শব্দ চয়ন এর জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক খারাপ পরিস্থিতিতে পরি। তাই শব্দচয়নের ক্ষেত্রে আমাদের আসলে অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ কখন কোথায় কোন শব্দ প্রয়োগ করতে হবে, কোন শব্দ ব্যবহার করতে হবে। এগুলো অবশ্যই আমাদের জেনে রাখা উচিত। কারণ অনেক সময় আমাদের অনেক শব্দের জন্য, অনেক মানুষ ভীষণ কষ্ট পায়। যেটা একেবারেই উচিত নয়।আর এই ব্যাপারগুলো প্র‍্যাকটিস এর।

ABB.gif