বড় ভাই যখন নিজের বেস্ট ফ্রেন্ড 17-02-2023

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে ছোট ভাই নির্মল অরূপে আমার বড়ভাই কিন্ত তার সাথে আমার এতো বেশি বন্ধুত্বপূর্ন মেলামেশা কেউ দেখলে বুঝবেই না উনি আমার বড় ভাই।
ছোট ভাই কে নিয়ে কথা বলার আগে ওনার সাথে আমার কেমন বন্ধুত্বপূর্ন মেলামেশা সেটা দেখুন।

20230210_193735.jpg

20230120_233803.jpg

20230120_233830.jpg

বড়ভাই এর আচরণ ছোট ভাই এর প্রতি যখন এরকম হয় তখন সেটাই হয় সবথেকে বেস্ট।
বড়ভাই শব্দটা হয়তোবা একেক জনের কাছে একেক রকম কিন্ত আমার কাছে বড়ভাই মানে তার সাথে রাগারাগি,মারামারি করা, একটু টেক কেয়ার, খোঁজ খবর নেওয়া সারাদিন কেমন কাটল, কি করছি, সুস্থ আছি কিনা, মাঝে মাঝে ছুটি কাটানোর জন্য কোথাও ক্যামেরা নিয়ে ঘুরতে যাওয়া । তারপর ব্লগ ভিডিও বানানো ,খাওয়া দাওয়া করা, মাস্তি করা একই ড্রেস পরে মাস্তি মুডে মেয়ে পটানো আর সে খবর আমার গার্লফ্রেন্ড ও দাদার হবু বউ মানে আমার হবু বউদিকে না জানানো।

হা হা হা এটাই মজা।

ছোট ভাই অরূপে বড়ভাই এর সাথে ভিডিও কলে কিছু মজার কথা বলার মুহুর্ত

Screenshot_20230203-174056_WhatsApp.jpg

Screenshot_20230204-025324_Lite.jpg

Screenshot_20230203-174040_WhatsApp.jpg

আমার বড় ভাই এর সাথে আমার এরকম বন্ধুত্বপূর্ন সম্পর্ক। মা বাবার পরে যদি কেউ আমার প্রতি অধিকার দাবি করে সেটা নির্মল ভক্ত করতে পারে কারণ মা বাবার পরে আমি আমার বড় ভাইয়ের সকল কথাই মানি। আর ভগবানের কৃপায় যেন আমাদের এই বন্ধুত্বপূর্ন সম্পর্ক যেন অটুট থাকে এটুকুই চাওয়া।

সবাই ভালো থেকো । আর যেকোনো সম্পর্ক বন্ধুত্বপূর্ন করে তোলো তাহলে সেটাই বেস্ট হবে।

Sort:  
 2 years ago 

আপনাদের এমন সুন্দর সুসম্পর্ক যেন আজীবন থেকে যায় সেই শুভকামনা রইল। আপনার আজকের এই পোষ্টের ফটোগ্রাফি এবং লেখাগুলো পড়ে বুঝতে পারলাম কতটা না মন মুগ্ধকর সম্পর্ক আপনাদের দুজনার মধ্যে। যেন দীর্ঘদিন টিকে থাকে এই সম্পর্ক।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
আসলে আমার মত সব সম্পর্ক এমন হওয়া উচিত।