বই পড়ার খারাপ দিক
বই পড়ার অনেক অনেক ভালোদিকের কথা আমরা জানি, শুনি। কিন্তু এর যে বড় একটা খারাপ দিক আছে, তা কখনো ভেবে দেখেছি?
আমরা যখন বই পড়ি তখন আসলে কী ঘটে? আমাদের মানসিকতায় পরিবর্তন আসে। যত বেশি বই পড়তে থাকি আমাদের মানসিকতা তত উন্নত আর রুচিসম্মত হতে থাকে। এতে করে একটু একটু করে আমরা সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠি। আমাদের চিন্তাভাবনা হয়ে পড়ে সাধারণ মানুষদের থেকে আলাদা!
বই পড়ার ক্ষতিটা এখানেই!
আমরা যেখানে থাকি তার আশেপাশে বই পড়ার মানুষের থেকে বই না পড়ার মানুষের সংখ্যা বেশি। শুধু যে বেশি, তাই নয়; বরং প্রতি তিনশোজনে একজন।
যেহেতু দীর্ঘদিন বই পড়ার মাধ্যমে আমাদের চিন্তাভাবনা, রুচি উন্নত হয়ে যায় সেহেতু সাধারণ ব্যাপারে আমরা আগ্রহ হারিয়ে ফেলি।
বন্ধুদের আড্ডায়, প্রতিষ্ঠানের আলোচনায় হওয়া অতিসাধারণ বিষয়গুলোর প্রতি আর আগ্রহ থাকে না। উন্নত মানসিকতার বই পড়ে অভ্যস্ত আমাদের মস্তিষ্ক সাধারণ ব্যাপারগুলোতে আর আগ্রহ খুঁজে পায় না।
ফলাফল হিসেবে আমরা মানসিকভাবে সাধারণ মানুষদের থেকে বিচ্ছিন্ন! একজন দু'জন করে বন্ধুরা ছুটতে থাকে। একসময় এসে আমরা হয়ে পড়ি একা!
বই পড়ার এত এত ভালোদিকের মধ্যে আমার কাছে এটা একমাত্র এবং মারাত্মক ক্ষতিকর দিক বলে মনে হয়।