পুরাতন দালান লজ্জার নয় অহংকারের, ঐতিহ্যের

পুরানো বিল্ডিং কিন্ত এটা আমাদের ঐতিহ্যও বটে। না ভেঙে একটু সংস্কার করলেই সুন্দর ভাবে টিকে যাবে।
অক্সফোর্ডের এত বড় প্রতিষ্ঠান যদি তাদের পুরান বিল্ডিং রেখে দিতে পারে ঐতিহ্যের স্মারক হিসেবে,

1000029161.jpg

আমরা কেন পারবো না নাটোর গার্লসের এই বিল্ডিংটাকে বাঁচিয়ে রাখতে?
পুরাতন দালান লজ্জার নয় অহংকারের, ঐতিহ্যের।