On the way to Bandarban - ফটোগ্রাফি #২
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বান্দরবান কক্সবাজার পর্ব ইতিমধ্যেই শেষ করে ফেলেছি। ফটোগ্রাফি রয়ে গেছে আমার গ্যালারিতে প্রচুর। সেগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। আমরা যখন বান্দরবানের রেমাক্রিতে একটি রাত কাটানোর পর সকালবেলা নাফাখুমের উদ্দেশ্যে বেরিয়েছিলাম তখন চলতি পথে দারুণ দারুণ সব দৃশ্য অবলোকন করেছিলাম।
সকালবেলা মেঘ আর কুয়াশার এলোমেলো খেলা, শীতল পানির বহমান শব্দ শৃংখল, গহীনের নির্জনতা আর পাখির ডাক শত চিন্তায় চিন্তিত অস্থির মস্তিষ্ককে নিমেষই ফ্রেশ হয়ে করে দেয়। পথমধ্যে পাওয়া সব কিছুরই ছবি তুলে এনেছি ফোনে। যাওয়া আশা দিয়ে মোট ৪-৫ ঘন্টার ট্রাকিং এর মুহূর্তগুলোর কিছু অংশ আজকের ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই আজকের দশটি ফটোগ্রাফি।
বিষয়: মনমুগ্ধকর শান্ত একটি পরিবেশ। সবেমাত্র সকালের আলোয় কুয়াশা কেটে যেতে শুরু করেছে।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: কয়েকটি সরু নৌকা। সকালের কুয়াশা আর মেঘের আনাগোনা দেখা যাচ্ছে সাঙ্গু নদীর উপর।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: মাঝি তার নৌকাটাকে সুবিধামতো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: হয়তোবা তার দোকান আছে অথবা একটি পাড়ার সকলের জন্য ডিম কিনে সেটা হাতে বয়ে নিয়ে যাচ্ছে।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: রেমাক্রি জলপ্রপাতের সম্মুখভাগের একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে ছবিটি তোলা।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: ঝিরিপথের পানি বয়ে চলেছে, দুপাশে নাম জানা অজানা অনেক প্রকার উদ্ভিদ।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: মানুষের চলাচলের সরু রাস্তা। সামনেই ছোট্ট একটি পাহাড়িদের দোকান। চলতি পথে এখানে কিছুটা সময় জিরিয়ে নেয় ট্র্যাকিং করা ট্রাভেলাররা।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: দোকান পেরিয়ে সামনের একটি দৃশ্য এটি। কিছু কাঠ সংগ্রহ করে রাখা হয়েছে আগুন জ্বালানোর জন্য। রাত্রে বেলায় এখানে সব সময় আগুন জ্বালিয়ে রাখে সম্ভবত। দোকানের সামনে এমনই কিছু আলামত খেয়াল করেছি আমি।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: শীতের মৌসুম হওয়ায় ঝিরি পথ খুবই সরু আকৃতি ধারণ করেছে এই জায়গাটাতে। বর্ষার সময় অবশ্য উপচে পড়া পানি থাকে এখানে।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
বিষয়: ছোট্ট একটি ছেলে। কাজ করতে যাওয়া পাহাড়িদের কাঁধে এই জিনিসগুলো বাঁধিয়ে রাখতে দেখা যায়। হয়তোবা পরিবারের কাজের জন্য সাহায্য করতে যাচ্ছে ছেলেটি।
ডিভাইস: Xiaomi Redmi Note 9 Pro Max
তারিখ: জানুয়ারি ২১, ২০২৪
লোকেশন: রেমাক্রি, বান্দরবান।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

বাহ অনেক সুন্দর ভাই। বান্দরবন ভ্রমণের বেশ দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিয়েছেন আমাদের সাথে। পাহাড়ের আকাবাকা রাস্তা, ঝিরিপথে পানি বয়ে যাওয়া সবমিলিয়ে দারুণ একটা দৃশ্য। দেখে মনে হয় কী এক শান্তির জায়গা। কোন কোলাহল নেই কোন ঝামেলা নেই সবকিছু একেবারে নীরব। ধন্যবাদ ভাই ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।
আপনি বেশ ভ্রমণ প্রিয় মানুষ ভাইয়া। আস্তে আস্তে দেশের প্রতিটা জায়গা মনে হয় আপনারা ঘুরে খেলবেন 🫣।বান্দরবানের পরিবেশটি বেশ দারুন লাগছে আমার কাছে। বিশেষ করে নৌকার এই ছবিটা বেশ সুন্দর ছিল। ঝিরিপথের পানি দিয়ে চলছে, কি চমৎকারভাবে! চারিধারে গাছপালা ও পানি বেশ সুন্দর মুহূর্ত। সব মিলিয়ে ফটোগ্রাফি পর্ব বেশ দারুন ছিল।
বাহ্! ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছি ভাই। আসলেই আপনারা এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন সেখানে। এমন জায়গায় ঘুরতে গেলে মনপ্রাণ একেবারে জুড়িয়ে যায়। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার ভাবে ক্যাপচার করেছেন। প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম ফটোগ্রাফি তিনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এমন মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বান্দরবান ভ্রমণ এর ফটোগ্রাফি ২ এ মনোমুগ্ধকর কিছু প্রকৃতির ছবি আপনি তুলে ধরেছেন ভাইয়া। আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে সাঙ্গু নদীর দৃশ্য। প্রথমের সকালের শীত কেটে যাওয়া প্রকৃতির দৃশ্য সহ প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনার ট্রাভেল সম্পর্কিত বেশ কিছু ফটোগ্রাফি আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
বান্দরবান আসলেই সুন্দর একটি জায়গা। আমিও গিয়েছিলাম বছর দুই এক আগে । প্রকৃতির সুন্দর্যের সাথে আসলেই কোনো সুন্দর্যের তুলনা হয়না। আর আপনার ফোটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
একগাদা ফটোগ্রাফি না করে যে আপনি ফিরে আসেন নাই সেটা আমরা বেশ ভালো ভাবেই জানি। আজকের ফটোগ্রাফিগুলো বেশ দারুণভাবে উপস্থাপন করেছেন। প্রথম দৃশ্যটা সত্যি অসাধারণ ছিলো। অনেক ধন্যবাদ।
সত্যি ভাই, প্রচুর প্রচুর ফটোগ্রাফি করেছি। এখন ফটোগ্রাফি গুলো শেয়ার করব আর গ্যালারি ফাঁকা করবো। মেমোরি কার্ডও ফুল হয়ে গেছে। 😅
বাহ প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। সাঙ্গু নদীর উপর কয়েকটি সরু নৌকা ও সকালের কুয়াশা আর মেঘের আনাগোনার ফটোগ্রাফিটা দেখে দারুন লাগছে। একটি বিষয় লক্ষ করলাম নদীর পানিটা খুবই পরিষ্কার। ধন্যবাদ।