শীতের আগমনের সাথে সাথে ব্যাডমিন্টন খেলা শুরু।।
বাংলা ভাষায় মনের আনন্দে ব্লগ লেখো-
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আবার আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। শীতের আগমনের সাথে ব্যাডমিন্টন খেলার অনুভূতি শেয়ার করবো।
বন্ধুরা আপনারা সবাই জানেন যে ব্যাডমিন্টন বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খেলা। যদিও এ খেলাটির উদ্ভাবক হলো ব্রিটিশরা। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরাই এই খেলার প্রথম উদ্বোধন করে। ধীরে ধীরে এই খেলা সমগ্র ভারত সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই খেলাটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সাধারণত শীতকালে এই খেলাটি বেশি খেলতে দেখা যায়। কারণ শীতকালে বাতাস কম থাকে, বাতাস বেশি থাকলে এই খেলাটি খেলা যায় না। কারণ এই খেলাটিতে হাতে তৈরি এক ধরনের ফুল ব্যবহার করা হয়। যে ফুলটি বাতাস থাকলে ঠিকভাবে কাজ করে না। আর গরমের সময় তো এমনি অসহ্য লাগে। যার ফলে শীতকাল শুরু হলেই বিভিন্ন জায়গায় এই খেলাটি দেখতে পাওয়া যায়।
বিশেষ করে রাতের বেলা গ্রাম এবং শহরের বিভিন্ন আনাচে-কানাচে খালি জায়গাতে এই খেলাটি খেলতে দেখা যায়। বিভিন্ন জায়গায় এই খেলাটি নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। আমাদের গ্রামের হাই স্কুল মাঠে প্রতিবছর এই খেলার টুর্নামেন্ট আয়োজন করা হয়। এই খেলার নিয়ম প্রথমদিকে আমি কিছুই বুঝতাম না। কিন্তু ২০১৪ সালের পর থেকে ধীরে ধীরে আমি এই খেলাটি খেলতে শুরু করি। তারপর থেকে ধীরে ধীরে এই খেলার বিভিন্ন নিয়ম-কানুন বুঝতে শিখি।
আজকে সন্ধ্যার পরে হঠাৎ করে বাসাতে সয়াবিন তেল শেষ হয়ে যায়। সেই তেল আনার জন্য মার্কেটে গিয়েছিলাম। ফেরার পথে এক জায়গায় দেখলাম ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হচ্ছে। যেহেতু এলাকাটা আমার খুবই পরিচিত, সবাই আমার চেনাজানা। ১০ বছর যাবত এই এলাকাতে থাকি। আমাকে এক ভাই এই খেলাটি খেলার জন্য অফার করলো। অনেকদিন ধরে ব্যাডমিন্টন খেলা হয় না। সেজন্য চিন্তা করলাম যেহেতু খেলার অফার পেয়েছি। কিছুটা সময় খেলাতে ব্যায় করি। তারপর তাড়াতাড়ি বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ত্রিশ মিনিটের মত ব্যাডমিন্টন খেললাম।
যদিও আমি ব্যাডমিন্টন খেলা তে তেমন দক্ষ নই। তারপরও মোটামুটি যথাসম্ভব মোকাবেলা করার চেষ্টা করেছি। তবে এখানে যারা খেলেছে সবাই খুব ভালো মানের খেলোয়াড়। আমি জাস্ট শরীরের একটু ঘাম জড়ানোর জন্য গিয়েছিলাম। যদিও আমি খেলায় হেরেছি, তারপরও খেলার টি আমার কাছে খুবই ভালো লেগেছে। ২০১৪ সালের পরে এই প্রথম খেললাম। ২০১৫ সালের শেষের দিকে ঢাকাতে চলে আসার ফলে আর কোনদিন খেলা হয়নি। আজকে হঠাৎ করে কিছুক্ষণ খেলার সুযোগ পেলাম।
বর্তমানে রাতের বেলা রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় বিভিন্ন জায়গায় আপনারা এই খেলাটি দেখতে পাবেন। এই খেলাটি খুবই সৌখিন একটি খেলা। ছেলে মেয়ে সবাই এই খেলাটি খুবই পছন্দ করে। আগে এই খেলাটির তেমন প্রচলন ছিল না। তবে বর্তমানে এই খেলাটির প্রচলন অনেকটা বেড়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে ব্যাডমিন্টন খেলার ব্যাট এবং ফুল পাওয়া যাবে। বাচ্চারাও এই খেলাটি খেলে খুবই আনন্দ উপভোগ করে। আশা করি আপনারাও এই খেলাটি খেলে থাকেন।
তো বন্ধুরা শীতের আগমনের সাথে সাথেই ব্যাডমিন্টন খেলার প্রচলন শুরু হয়েছে। এই খেলাটি চলবে টানা তিন চার মাস। গরম আশার আগ পর্যন্ত। তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না। বিদায় নেওয়ার সময় হয়েছে। আজকে এখান থেকেই বিদায় নিবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
Device -Realme 53
Location -Narayanganj
Date-07-12-2024 - Time -9.00pm


আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।




Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন




এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

Click Here For Join Heroism Discord Server





৮
Device -Realme 53
Location -Narayanganj
Date-07-12-2024 - Time -9.00pm
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
৮
এই ব্যাডমিন্টন খেলা আমিও অনেক বেশি পছন্দ করি ভাই। অনেকদিন পরে আজকে আপনি কিছু সময় ব্যাডমিন্টন খেলেছেন যদিও হেরেছেন তবে এটা কোন ফ্যাক্ট না। নিজের শরীরকে সুস্থ সুন্দর রাখার জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
জী ভাই অনেকদিন পর শরীর টা একটু গরম করলাম। ধন্যবাদ।
আজকে দেখছি আপনি শীতের আগমনের সাথে সাথে ব্যাডমিন্টন খেলা খেলেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে ব্যাডমিন্টন খেলা আমার ও ভীষণ পছন্দের। নিজের শরীরকে সুস্থ রাখতে শারীরিক ব্যায়াম আর খেলা ধুলার কোন বিকল্প নেই। ধন্যবাদ ভাই এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে এতো সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
জী ভাই শীত আসলেই এই খেলাটা শুরু হয়। ধন্যবাদ।
শীতের দিনে রাতে আলো জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলার আমেজই আলাদা। আগে আরো বেশি পরিমাণে দেখতে পাওয়া যেত এই খেলার আসর। বর্তমানে মানুষ এত ব্যস্ত হয়ে গেছে যে খেলার সময়ই গড়ে উঠতে পারে না। তাই ধীরে ধীরে কমে যাচ্ছে পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন খেলা। ঠিক যেভাবে ক্যারম খেলা কমে গেছে। তবু আপনি খুব সুন্দর ভাবে আপনার ব্যাডমিন্টন খেলার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
জী ভাই এই খেলাটা অনেকটা কমে গেছে। সবাই ইন্টারনেটে ব্যাস্ত।
শীতকাল চলে আসলেই ব্যাটমিন্টন খেলার একটি আমেজ জমে। বিশেষ করে গ্ৰাম এলাকা গুলোর মধ্যে এই খেলা একটু বেশি দেখতে পাওয়া যায়। আপনি দেখছি দীর্ঘ দিন পর ব্যাটমিন্টন খেলেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আসলে আমার কাছে ও ব্যাটমিন্টন খেলতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে যখন এই ব্যাটমিন্টন টুর্খেনামেন্টের আয়োজন করা হয় তখন আমি অংশগ্রহণ করার চেষ্টা করি।
গ্রাম শহর সব জাগায় খেলাটা চলে। ভালোই লাগে।
আমিও কিন্তু আপনার মতো তেমন দক্ষ খেলোয়াড় না।আমাদের এইদিকে ব্যাডমিন্টন খেলা শুরু হয়েছে। তবে কোনদিন তাদের সাথে যুক্ত হয়নি।এইরকম শীতের সন্ধ্যা বা রাতে ব্যাডমিন্টন খেলতে ভীষণ ভালো লাগে। কারণ ঠান্ডা কোথায় পালিয়ে যায় বলাই মুশকিল। আপনার পোস্ট টি পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
আহ গত বছরেও এভাবে রাতে ব্যাডমিন্টন খেলেছিলাম। কিন্তু এবার আর হবে না। আপনি ৩০ মিনিটের জন্য হঠাৎ খেললেন দেখবেন আপনার হাতে বেশ ব্যাথা হবে। আপনার পোস্ট টা দেখে অনেক কথা মনে পড়ে গেল।
ভাইয়া দশ বছর এক এলাকা থাকলে এমনিতে পরিচিত এবং এলাকার লোক হয়ে যায়। তবে আমাদের এই দিকে গ্রাম অঞ্চলের শীতকাল আসলে দেখা যায় অনেক ছেলে রাত্রেবেলা ব্যাডমিন্টন খেলে। আর এই খেলা খেলতে দেখে অনেকে বসে থাকে। ওইখানে খেলার অফার দেওয়ার কারণে খেলা খেলেছেন। তবে এই খেলাটি সব জায়গাতে খুব জনপ্রিয়। ধন্যবাদ সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য।
Task Done
