প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠা

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

IMG-20210708-WA0002.jpg
মানুষ সামাজিক জীব। সকল মানুষ সমাজে সঙ্গবদ্ধ হয়ে বসবাস করে। সবাই সাধারণত অনুকূল পরিবেশে বেড়ে উঠতে স্বাচ্ছন্দ্যবোধ করে। মানুষের বেড়ে ওঠার সকল পরিবেশ অনুকূল থাকে না। ছোটবেলা থেকে বেড়ে উঠতে একজন মানুষকে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কেউ এসব প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে পারে আবার কেউ বা এসব প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠতে পারে না।

সমাজে টিকে থাকতে হলে সকল প্রকার প্রতিকূলতা অবশ্যই মোকাবেলা করতে হয়। জীবনে চলার পথে মানুষ ছোট-বড় অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়। ছোট ধরনের বাধা বিপত্তি সহজে কাটিয়ে ওঠা যায়। বড় ধরনের বাধা বিপত্তি এলেই সাধারণত সবাই ভেঙে পড়ে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আর এসব পরিস্থিতিতে আবেগের বশবর্তি হয়ে অনেকে অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয় এবং অনেক ধরনের বড় দুর্ঘটনার সম্মুখীন হয়।

সুতরাং সমাজে টিকে থাকতে হলে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠতে সবচেয়ে জরুরি যে বিষয়টি কাজে দেয় তা হল উন্নত দৃষ্টিভঙ্গি এবং উদার মন মানসিকতা। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো খুবই জরুরী। সমাজ এর আশপাশের লোকজনের সাপোর্টও অনেক কার্যকরী। এছাড়াও সবচেয়ে বেশি যে বিষয়টি কাজে দেয় তাহলে পজিটিভ মেন্টালিটি। রাস্তায় দিয়ে কোথাও যাওয়ার সময় কাক মাথায় পায়খানা করে দিলে কি আমরা মন খারাপ করে বসে থাকব। আমাদের এটা ভেবে শান্তনা দিতে হবে যে, হাতি আকাশে ওড়ে না। তেমনি আমরা বড় কোন সমস্যায় পড়লে এটা ভেবে সান্তনা দিব যে ,আমি তো বেঁচে আছি এটাই গুরুত্বপূর্ণ। সুতরাং পজিটিভ মেন্টালিটি, উদার মন-মানসিকতা, সমাজের লোকজনের সাপোর্ট এবং সুন্দর দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা সকল প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।
gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuxoNVPUhqHqDx7yFjXUBNGZiWiCnyoPhW17d2HD2eBRnH5ABW8bsK3MHNjcbzkW4GTXcRFPHJjNyjGEcyyeb6itGSwrqqf1eDWRHuG.jpeg

Sort:  
 4 years ago 

অভিযোজন ক্ষমতা আয়ত্ত করতে পারলেই প্রতিকূল প্রিবেশ থেকে চাড়া দিয়ে ওঠা সম্ভব।

 4 years ago 

ঠিক বলেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ভালো লিখেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনাকেও ধন্যবাদ দিদি।