পেছনের গল্প( পর্ব: ৫ )!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
খেলাধুলার প্রতি ছোটবেলা থেকেই আমার একটা ঝোঁক ছিল। ক্রিকেট ফুটবলের প্রতি ছোট থেকেই আকর্ষণ বেশি। তবে ধীরে ধীরে ফুটবল টা বেশি ভালো লাগতে শুরু করে। টিভিতে খেলা একসময় নিয়মিত দেখতাম। যদিও সেই ক্রিকেট দেখার আগ্রহ কমেছে। ধীরে ধীরে ক্রিকেটের প্রতি একটা অনীহা চলে আসে। তবে সবসময় ইচ্ছা ছিল স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার। স্টেডিয়ামে গিয়ে খেলার দেখার অনূভুতি টা নেওয়ার ইচ্ছা ছিল খুব। কিন্তু ঐভাবে কখনোই সুযোগ হয় নাই। ২০২৩ এর সেপ্টেম্বর মাস। আমি তখন উওরাতে ছিলাম। ব্রাক ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এ ইন্টার্নশীপ করছিলাম। ঐসময় আমরা কলেজের বেশ কয়েকজন ফ্রেন্ড একসঙ্গে ছিলাম।
সেপ্টেম্বর মাসেই বাংলাদেশ ট্যুরে আসে নিউজিল্যান্ড। আমার কয়েকজন বন্ধু আগে থেকেই ঠিক করে রাখে খেলা দেখতে যাবে। তবে আমার কোন আগ্রহ ছিল না প্রথমে। ওরা প্রথম ওয়ানডে দেখেও আসে কিন্তু আমি যায়নি। তবে প্রথম ওয়ানডে ছিল বৃষ্টি বৃঘ্নিত। এইজন্য ওরা ঠিক করে আবার শেষ ওয়ানডে দেখতে যাবে। আমাকে আগে বললেও আমি খুব একটা আগ্রহ দেখাইনি প্রথমে। তবে ২৬ সেপ্টেম্বর যেদিন ওয়ানডে ম্যাচ ছিল দেখি ওরা সবাই খেলা দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করেই কেন জানি আমার ইচ্ছা হলো না যায় খেলা দেখে আসি। হঠাৎ করে বললাম আমিও যাব তোদের সাথে। তবে টিকিট কী পাওয়া যাবে। অন্যদের টা আগে থেকে কেটে রাখা ছিল। ওরা বলল সমস্যা নেই পাওয়া যাবে তবে দাম বেশি লাগবে।
কয়েক মূহুর্ত্তের সিদ্ধান্তে চলে যায় খেলা দেখতে। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এর মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ। যথারীতি স্টেডিয়ামের বাইরে থেকে একজন টিকিট ব্ল্যাকার এর থেকে বেশি দাম দিয়ে টিকিট নিয়ে নেয়। প্রথমে অবশ্য দ্বিগুণ দাম চাইছিল। কিন্তু একটা দর কষাকষি করতেই কমিয়ে দেয়। যাইহোক টিকিট নিয়ে স্টেডিয়ামে ঢুকে যায়। ঐটা ছিল আমার জীবনের অন্যতম সুন্দর একটা মূহূর্ত। প্রথমবার স্টেডিয়ামে গিয়ে মাঠে খেলা দেখার দৃশ্য টা বেশ আলাদা। বেশ ভালোই দেখা যায় খারাপ। তবে ঐদিন বাংলাদেশ খুবই বাজে খেলে। নিউজিল্যান্ডের কাছে একেবারে বাজেভাবে হেরেছিল। কিন্তু কাছে থেকে বেশ কিছু খেলোয়ার কে দেখেছিলাম। বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত সহ বেশ কয়েকজন।
ঐদিন নিউজিল্যান্ডের নতুন একজন ক্রিকেটার কে দেখি। তখনও ক্রিকেট বিশ্ব ভালোভাবে চেনে না। বলছি রাচীন রবীন্দ্রর কথা। কিন্তু বাংলাদেশ সিরিজ খেলে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে সে অসাধারণ কিছু ইনিংস খেলে। পরিচিতি পেয়ে যায় ক্রিকেট বিশ্বে। সুতরাং বলতে পারি রাচীন রবীন্দ্রকে অন্য কে চেনার আগে থেকেই চিনি আমি। ঐদিন সে বেশ ভালো বোলিং করেছিল। ঐদিন বন্ধুরা মিলে বেশ আনন্দ করেছিলাম। বেশ অনেক ছবি উঠেছিলাম।দারুন সময় অতিবাহিত করেছিলাম। তবে ঐদিন আরেকটা বাজে অভিজ্ঞতার স্বীকারও হয়েছিলাম আমরা খাবার নিয়ে। স্টেডিয়ামের যেকোনো খাবারের মান একেবারে সর্বনিম্ন। পাশাপাশি সামান্য পানির দাম দ্বিগুণ। এটা আমি কখনও ভুলতে পারব না। মনে রাখব সবসময়।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
0.00 SBD,
1.46 STEEM,
1.46 SP
Daily task
https://x.com/SarzilAl/status/1908103388341870662?t=fASrCYfyQR9CdWk0wK7FxA&s=19
https://x.com/Emon423/status/1908438527295316216?t=10f_K_Kf7AsALGzau8RjlA&s=19
https://x.com/Emon423/status/1908439496108261849?t=cyq4GU0qwRUPem3geqXnvA&s=19
https://x.com/Emon423/status/1908439880943956084?t=Dejh8J4V4B_6IGvTC74yMg&s=19
https://x.com/Emon423/status/1908440105154732366?t=RHnhOQq-VB_N0ff5VWCD_Q&s=19
https://x.com/Emon423/status/1908440407790543143?t=nJSevzr5poYDoNzn2OoyGQ&s=19