স্মার্টফোন ব্যবহারে সতর্ক হোনsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

male-2013929_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবেয়

আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভাল আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে স্মার্ট ফোন অতি ব্যবহারের কিছু বিষয় শেয়ার করব যা আমাদের প্রত্যেকের জানা উচিত।

আমি মনে করি বর্তমানে মোবাইল থেকে যত বেশি দূরে থাকবেন তত ভালো। আপনার মানসিক এবং শারীরিক এই দুই এর জন্য ভালো। খুব বেশি প্রয়োজন ছাড়া ফেসবুক এবং ইউটিউব ব্যবহার না করা উত্তম। ইউটিউব ও ফেসবুকের অ্যালগরিদম এমনভাবে সেট করা আপনি যে ভিডিও দেখবেন সেই সম্পর্কিত ভিডিও একটার পর আরেকটা আসতেই থাকবে। আপনি যে রিলেটেড একটি ভিডিও দেখবেন সে রিলেটেড ভিডিও আপনি দেখতে না চাইলে একটার পর একটা সেইম রিলেটেড ভিডিও আপনার কাছে সাজেস্ট করবে। ফলে একটি ভিডিও দেখার পর দেখবেন না চাইতেই আরো অনেকগুলো ভিডিও দেখে ফেলেছেন। এতে কিভাবে যে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে আপনি তা বুঝতেই পারবেন না। আপনার অতি মূল্যবান সময় এভাবেই প্রতিনিয়ত নষ্ট হবে।

মজার ভিডিওর নামে আজেবাজে ভিডিও দেখে জীবনের মহা মূল্যবান সময় নষ্ট করবেন না। যদি দেখতেই হয় তবে কোন কিছু শেখার জন্য ভিডিও দেখবেন। বর্তমানে ফানি ভিডিওর নামে অনেক ধরনের অশ্লীল ভিডিও পাবলিশ করা হচ্ছে যা আমাদের যুবকদের জন্য খুবই ক্ষতিকর। এই ভিডিও গুলোর মাধ্যমে তাদের মানসিকভাবে নোংরা করে তুলছে। তাদের মধ্যে নেগেটিভিটি ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাই বলব আমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকা উচিত তারা যেন এই সকল ভিডিও থেকে দূরে থাকতে পারে তাদের মধ্যে সচেতনতা তৈরি করা।

smart-phone-6181380_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবেয়

বর্তমানে সবচাইতে বেশি আজেবাজে এবং নোংরা ধরনের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করা হচ্ছে। ফেসবুক একটি ওপেন প্লাটফর্ম এখানে যে কোন ভিডিও পাবলিশ করা যায় কোন বাধা ছাড়াই। তাই আমি বলব ফেসবুক থেকে আপনাদের উচিত দূরে থাকা।

অনেকেই আছেন যারা কানে হেডফোন দিয়ে দীর্ঘ সময় এবং রাতের বেশিরভাগ সময়ই গান শোনার অভ্যাস আছে। এর ফলে রাত জেগে গান শোনার জন্য আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। প্রতিনিয়ত এটি করার ফলে আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর একটি প্রভাব বয়ে আনবে।

বর্তমান জেনারেশন স্মার্টফোন ছাড়া তাদের জীবন পরিচালনা করার চিন্তাই করতে পারেনা। তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে আজেবাজে ভিডিও এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে। তাই বলব আমাদের যত সম্ভব স্মার্টফোন অতি ব্যবহার করা উচিত না এবং আমাদের অধীনস্থদের এই ব্যাপারে সতর্ক করা আমাদের দায়িত্ব।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্টটি সম্পূর্ণ পড়ে খুবই ভালো লাগলো। আরে বর্তমানে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে যুবক এবং তরুণরা খারাপ খারাপ ভিডিও দেখছে যে কারণে তারা আজকে ক্ষতির দিকেই অগ্রসর হচ্ছে। এই স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে কেউ ভালো জ্ঞান লাভ করছে আবার কেউ ক্ষতির দিকে চলে যাচ্ছে। তাই স্মার্টফোন ব্যবহারের জন্য আমাদের সত্যিই সতর্ক হতে হবে। পোস্টটি দারুন ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।