শরৎতের আগমন, কাশফুলে সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • শরৎতের আগমন
  • ২৫,সেপ্টেম্বর ,২০২৫
  • বৃহস্পতিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। বাংলার ঋতু গুলোর মধ্যে শরৎ এক অনন্য ঋতু। বর্ষার ভেজা স্নিগ্ধতা শেষে যখন আকাশ পরিষ্কার হতে শুরু করে তখনই শরৎ তার আগমনী বার্তা জানায়। মেঘমুক্ত নীল আকাশে ভেসে ওঠা সাদা সাদা কাশফুল যেন প্রকৃতির বিশেষ উপহার। শরৎ মানেই সোনালী রোদ কাশবনের দোল খাওয়া আর স্নিগ্ধ হাওয়ার ছোঁয়া।আমার কর্মস্থান যেখানে ওইখানে প্রতিবার অনেক কাশফুলের দেখা মেলে। এইবার ও এলাকাটা কাশফুলে সাদা হয়ে গেছে।তবে গতোবার অনেক বেশি ছিলো।এই কাশফুল দেখেই বুঝা যাচ্ছে শরৎকাল চলে এসেছে তার অপরূপ সৌন্দর্য প্রর্দশন করতে।


1000029810.jpg

1000029814.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

শরৎকালের সকালে শিশিরভেজা ঘাসে হাঁটলে মন ভরে যায়। আকাশে মেঘ থাকে ঠিকই তবে সেগুলো সাদা তুলোর মতো ভেসে চলে। আর দুপুরে রোদ থাকে যা গ্রীষ্মের মতো তীব্র নয় আবার বর্ষার মতো আর্দ্রও নয়। সন্ধ্যা নামলে হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে যা শরতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।


1000031054.jpg

1000031053.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

বাংলাদেশে শরৎকাল সাধারণত ভাদ্র ও আশ্বিন মাসজুড়ে বিরাজ করে। এ সময় প্রকৃতি একেবারে নতুন সাজে সেজে ওঠে। কাশবন শিউলি ফুল আর স্বচ্ছ নীল আকাশ মানুষের মনে আনন্দ জাগায়। গ্রামীণ জীবনে শরৎ বিশেষ তাৎপর্য বহন করে। ধানক্ষেতে সবুজের সমারোহ মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা সব মিলিয়ে শরৎ গ্রামীণ বাংলার প্রাণে নতুন উচ্ছ্বাস আনে।


1000031126.jpg

1000031125.jpg


Device : pixel 7
What's 3 Word Location :

সকাল থেকে বিকেল পর্যন্ত শরতের অপরূপ সৌন্দর্য উপভোগ করে যাচ্ছি।বিশেষ করে কাশফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে।নীল আকাশ সাদা কাশফুল সবমিলিয়ে প্রকৃতির এক অপরুপ সৌন্দর্য।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি এবং একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif