DIY-সে আমারে,গানের থাম্বনেইল এর পেন্সিল আর্ট(10% লাজুক খ্যাকের জন্য))
আসসালামু আলাইকুম,এবিবি-বাসী।আশা করি, সবাই কুশল আছেন। আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।

অ্যাশেজ ব্যান্ডকে চিনিনা এমন কেউ আছি নাকি আমাদের এই ফ্যামিলিতে?।মনে তো হয় কেউ নাই।আর ব্যান্ডকে না চিনলেও এই ব্যান্ডের একটা গান শুনেনি তেমন কেউ হয়তো নাই।তারাবাতি,সে আমারে,নিজের জন্য,ভিনদেশী তারা,১৭ পৃষ্ঠা,হলুদ ল্যাম্পপোস্ট,কেমন আছো,হীন,পবিত্র পাপ,তামাক পাতা,ধুলাবালি সহ আরো অনেক গান আছে এই ব্যান্ডের।দুইদিন বা তিনদিন আগেই অ্যাশেজ তাদের বুড়িগঙ্গা গানটা রিলিজ করেছে। অ্যাশেজের কথা বলতেছি অথচ জুনায়েদ ইভানের কথা বলবো না,এটা হয়ই না।এই লোকটার কথা কি বলবো,জাস্ট অন্য লেভেলের একজন লোক।যেমন তার গানের লিরিক্স তেমনই তার সুর।এনার গানের লিরিক্সগুলো বুঝতে গেলেও বাংলা ভাষায় অন্যদের থেকে একটু বেশিই দক্ষতা রাখতে হবে বলে আমার মনে হয়।
যাইহোক,কথায় আসি।গতকাল রাতে কেনজানি হঠাৎ করেই মন চাইলো থাম্বনেইলটার একটা আর্ট করি।তাই করেছিলাম আরকি।এবার পদ্ধতি নিয়ে বলি-
উপকরণঃ-
- A4 কাগজ
- পেন্সিল
- কালো কলম
- কালো মার্কার
পদ্ধতিঃ-
#গুগল থেকে একটা মডেল নিয়েছিলাম।সেটা দেখে প্রথমে হাতের আঙ্গুলগুলি একে নিয়েছিলাম।

#এবার হাতের বাকি অংশটুকু করে নিয়েছিলাম।
#এবার হাতের তালুতে থাকা রেখাগুলো একেছিলাম আর কবজির একটু উপরে সে আমারে,লিখেছিলাম।
#এবার কবজিতে অ্যাশেজের অফিসিয়াল লোগো সম্পন্ন একটা ব্যাজ একে নিয়েছিলাম।
#এবার পর্যায়ক্রমে তিনটি তারকাটা একেছিলাম মডেলটি দেখে।
#এরপরে মার্কার দিয়ে তারকাটাগুলো রঙ করেছিলাম।
#এবার পেন্সিল দিয়ে পুরো ফিগারটা গাঢ় করে দাগিয়েছিলাম আর হাতের লেখাটুকু কলম দিয়ে লিখে নিয়েছিলাম।
#মোটামুটি কাজ এখানেই শেষ।তারপরেও আমি গানের একটা লাইন উপরে লিখেছিলাম, যেন দেখতে ভালো লাগে।
ফাইনাল রেজাল্ট

এভাবেই আমি সম্পূর্ণ থাম্বনেইলটি এঁকেছিলাম।আশা করি,আপনাদের ভাল্লাগবে।
cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.18/07/22
ঠিকই বলেছেন অ্যাশেজ ব্যান্ডকে চিনে না এমন লোক মনে হয় নেই। সে আমারে,গানের থাম্বনেইল এর পেন্সিল আর্টটি সুন্দর হয়েছে। একেবারে নিখুঁতভাবে আপনি আর্টটি করেছেন ।যার কারণে দেখতে এত চমৎকার লাগছে ।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আমার কাছে ভালো থাকার আরেক নাম অ্যাশেজ।
ভালোবাসা নিয়েন আপু🖤
এই গানটা আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে আর্টের জাদু দেখিয়েছেন ভাই। আপনার পেন্সিল আর্ট দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম ভাই। শুভকামনা আপনার জন্য।
জেনে ভালো লাগলো ভাইয়া,ভালোবাসা নিবেন🤎
আপনি অনেক সুন্দর একটি চিত্রাঙ্গন করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার চিত্রাংকন। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার ভালো লাগাই আমার স্বার্থকতা।ভালোবাসা নিয়েন🥰
পেন্সিল আর্ট সত্যিই অসাধারণ হয়। আমি যখন প্রথমে কাজ করি তখন পেন্সিল আর্ট দিয়ে কাজ শুরু করি এবং আপনার মত এত সুন্দর হয় নাই। তবে চেষ্টা করে গেছিলাম এখন মোটামুটি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
বাহ,এতো প্রশংসা!যাইহোক,ভালোবাসা নিয়েন,🌸
গানটা আমার সোনা হয়নি তবে আপনার আর্টটি বেশ অর্থ বহুল এবং বেশ চমৎকার ভাবে আমাদের সাথে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।
শুধু আর্টটাই না ভাই,গানটাও বেশ অর্থবহুল।পারলে একবার সময় করে শুনে দেখিয়েন।আশা করি,ভাল্লাগবে।
ঠিক আছে ভাই শুনে দেখবো, ধন্যবাদ আপনাকে সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য।
আপনার চিত্রাংকন দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে অত্যন্ত দক্ষতার সহকারে চিত্রাংকন করেছেন। এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্যের জন্য 🖤🤎