আর্ট পোস্ট।।একটি ম্যান্ডেলা আর্ট।।
হ্যাল্লো বন্ধুরা................
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে ।
এমনিতে পেন্সিল আর্ট করতে আমার ভালই লাগে কিন্তু আজকে একটু ভিন্নভাবে করার চেষ্টা করলাম। ভিন্নভাবে বলতে আজকে সম্পূর্ণটাই আলাদা আর্ট নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। ম্যান্ডেলা আর্ট। যেটা কমিউনিটিতে আজকে প্রথম করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। যথাসাধ্য চেষ্টা করেছি আমার পক্ষ থেকে ভালোভাবে আর্টটি করার জন্য এবং সাবলীল ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমি প্রায় লক্ষ্য করি আমাদের কমিউনিটিতে বেশ কয়েকজন ম্যান্ডেলা আর্ট করে থাকেন এবং খুবই নিখুঁত আর অত্যন্ত সুন্দরভাবে তারা আর্ট করে থাকেন ।তাদের আর্ট করা দেখে এবং নিজের মনের একটা চাহিদা থেকেই আজকের এই ম্যান্ডেলা আর্ট টি করা। চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ম্যান্ডেলা আর্টি টি ।
•একটি সাদা পেপার
•পেন্সিল।
•কম্পাস।
•জেল পেন।
প্রথমেই সাদা পেপারের উপর একটি বৃত্ত একে নিব এবং বৃত্তটির ভিতর এলোমেলো করে কয়েকটি লম্বা দাগ টেনে নিব পেন্সিল দিয়ে। তারপরে বৃত্তটির মাঝ বিন্দুকে কেন্দ্র করে চতুর্দিকে সুন্দর করে ফুল আর্ট করে নিব।
আগের বৃত্তের ফুলটি আঁকা হয়ে গেলে তার ভিতরেই আরো একটি ফুল একে নিব।
আগের আর্ট করা ফুল দুটির বাহির দিয়ে সুন্দর করে একটি ডিজাইন দিব যেন ডিজাইনটি বৃত্তের দাগকে স্পর্শ করে।
এখন বৃত্তটির ভিতরে বেশ কয়েক জায়গায় শূন্য এর ব্যবহার করব।
এখন ফুলটির ভিতরে সুন্দর করে কিছু ডিজাইন করে দিব এবং বৃত্ত মাঝখানে আরো বেশ কয়েক জায়গায় ডিজাইন করে দিব। তারপরে পুরো আর্টটির মধ্যে একটু গাঢ় করে কালি করে দেবো। আর নিচে আমার সিগনেচার করে দিব। তাহলেই আমার আর্ট টি সম্পূর্ণ হবে।
আশা করছি আমার আজকের এই পোস্ট টি বেশ ভালো লেগেছে আপনাদের। আমার লিখে যাওয়া এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের দুর্দান্ত মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের সাথে শেয়ার করেছেন। ম্যান্ডেলা আর্টগুলো দেখতে তো সুন্দর হয় তবে আর্ট করার সময় অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। দক্ষতাও লাগে বটে। দারুন ম্যান্ডেলা টি অংকন করার ধাপগুলো বিস্তারিতভাবে শেয়ার করেছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি ভালো লাগলো।
একদম যথার্থ কথা বলেছেন আপু মান্ডেলা আর্ট এর ক্ষেত্রে ধৈর্য্য এবং সময় দুটোই খুব দরকার। তবেই আর্ট টি সুন্দর এবং পরিমার্জিত হয়। যাইহোক আমার আর্ট সম্পর্কে গোছালো একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খুব সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করলেন। চেষ্টা করলে সবকিছুতে সফলতা আসে। যদি এভাবে চেষ্টা করতে থাকেন অনেক সুন্দর আর্ট করতে পারবেন। আজকে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করলেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।
আসলেই আপু চেষ্টা করলেই আর লেগে থাকলে যে কোন জিনিসে সফলতা মিলে। সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আপনার চমৎকার এই ম্যান্ডেলা আর্ট করতে দেখে মুগ্ধ হলাম। আমি তো পুরাই মুগ্ধ হয়েছি আপনার এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করতে।
চেষ্টা করেছি ভাই পুরো আর্ট প্রসেসটি সুন্দরভাবে এবং সহজ ভাষায় আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। যাই হোক পোস্ট পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
দুখের বিষয় আমি মেন্ডেলা আকতে পারিনা।আপনি খুব চমৎকার একটি মেন্ডেলা একেছেন ভাই অনেক সুন্দর হয়েছে দেখতে প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভ কামনা আপনার জন্য।
চেষ্টা করেন ভাই দেখবেন আপনিও এক সময় চমৎকার আর্ট করতে পারবেন। যাইহোক আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।
বেশ চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ ম্যান্ডেলা আর্ট টি দেখে খুবই ভালো লাগলো ৷ সুন্দর হয়েছে ৷ আর্টের ধাপ গুলোও সুন্দর ভাবে শেয়ার করেছেন ৷ ধন্যবাদ আপনাকে
আমার করা ম্যান্ডেলা আর টি আপনার ভালো লেগেছে শুনে উৎসাহ পেলাম। যাই হোক পজিটিভ একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্ট আমি অনেক পছন্দ করি। আজকে আপনি সার্কেল জাতীয় আর্ট করেছেন। অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর ভাবে উপস্থাপন করতে দেখে। বেশি দারুন হয়েছে আপনার আর্ট।
পুরো আর্ট পোস্ট টি ভালোভাবে পড়ে খুবই গোছালো একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। সত্যিই এটা করতে অনেক সময় লেগেছে তারপরও আপনি ধৈর্য সহকারে করেছেন দেখে ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আসলেই ভাই ম্যান্ডেলা আর্ট গুলো করতে বেশি সময় লাগে, তবে দেখতে দারুণ দেখায়।যাইহোক আমার পুরো পোস্টটি পড়ে দুর্দান্ত একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।
বাহ্ আপনি তো বেশ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার ম্যান্ডেলা টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।পুরো পোস্ট টি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনাদের ভালো লাগাতেই মূলত আমার কাজের সার্থকতা খুঁজে পাই। আপনার মন্তব্য পেয়ে অনেক অনুপ্রেরণা পেলাম ।ধন্যবাদ ভাই কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য।
চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া।সুন্দর হয়েছে আপনার ম্যান্ডেলা আর্ট টি।আর্ট পদ্ধতি ধাপে ধাপে সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
চেষ্টা করেছি আপু পুরো আর্ট প্রসেসটি আপনাদের মাঝে খুবই সুন্দর করে উপস্থাপন করার জন্য। আপনার থেকে পজিটিভ রেসপন্স পেয়ে ভালো লাগলো ধন্যবাদ।