পুরুষ আটকায় তার পরিবারের চিন্তায়।
কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটি প্রশ্ন বারবার আসছে, মেয়েরা কিংবা ছেলেরা কিসে আটকায়! এই বিষয় নিয়ে নানান ধরনের তর্ক-বিতর্ক সৃষ্টি হয়েছে, নানান ধরনের ফানি মিমি ও তৈরি করা হয়েছে। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, মেয়ে মানুষের বিষয়টা আমি সঠিকভাবে বলতে পারব না। তবে প্রত্যেকটা ছেলেই তার দায়িত্ববোধ এবং কর্তব্য বোধে আটকাই। যেই দায়িত্ববোধ থেকে সে চাইলেও কোনদিনও বের হয়ে আসতে পারে না।
বর্তমান সমাজটা এভাবেই তৈরি হয়ে গেছে। আমরা চাইলেও আমাদের দায়িত্ব এবং কর্তব্যবোধ থেকে বের হয়ে আসতে পারবো না। কারণ প্রত্যেকটা পুরুষই চায় সে যেন ভালো থাকে তার পরিবার যেন সবসময় ভালো থাকে। সব সময় অর্থনৈতিক দিক থেকেও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে একটু পুরুষ সারাদিনে যে অক্লান্ত পরিশ্রম করে সেই বিষয়গুলো যদি পরিবারের সবাই সকলেই ভালোভাবে বুঝত তাহলে হয়তো পুরুষদের প্রতি অবিচার করতো না কখনো।
নারী কিংবা পুরুষ উভয় সমান এই বিষয়টা আমরা সকলেই জানি এবং মানি। কিন্তু দায়িত্ববোধ এবং কর্তব্যবোধের বিষয় থেকে আমরা এটা ভালোভাবেই অনুধাবন করতে পারি একটি মেয়ের থেকে একটি ছেলের দায়িত্ব এবং কর্তব্য ও অনেকটাই বেশি। এই কর্তব্য পূরণের সময়ে আমরা বারবার আটকে যায় আমাদের এই পুরুষ সমাজ। আপনার কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন, ধন্যবাদ।