জীনের পথ চলা
post - 1 (10/02/2025)
Title :
Tag:
Post:
প্রত্যেকটি মানুষ এই জীবনে সফল হতে চাই। প্রত্যেকটি মানুষ চাই সে যেন তার পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে চলতে পারে এবং নিজের পরিবারের সকল মানুষকে যেন ভালোভাবে রাখতে পারেন। কিন্তু দিন শেষে এই সমাজের বাস্তবতার কাছে অনেকেই মাঝে মধ্যেই হেরে যেতে হয় এবং সেইসব গল্পগুলো আমাদের চোখে খুব একটা বেশি ধরা পড়ে না। বরঞ্চ সেটা নীরব কানা এবং দীর্ঘশ্বাসের মাধ্যমে শেষ হয়ে যায়।
এই সমাজে আমার বয়স খুব একটা বেশি নয় তবে তার মানে এই নয় যে বর্তমানে সমাজের সম্পর্কে আমার তেমন কোন অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা হয়েছেো হয়তো কম কিংবা একটু বেশি। তবে এই অভিজ্ঞতা থেকে আমি এতোটুকুই বুঝতে পেরেছি এই সমাজটা সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না কিংবা কেউ কাউকে সময় দেয় না। এই বিষয়গুলো আমি মনেপ্রাণী বিশ্বাস করি এবং এই বিষয়গুলো বুঝার জন্য অনেকবার অনেক মানুষের কাছে ঠকেছি এবং বারবার শিখেছি।
এই সমাজের টিকে থাকতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে। সঠিক জায়গায় আপনাকে সঠিক সময় দিতে হবে এবং সুযোগের সৎ ব্যবহার করতে হবে। জীবনে চলার পথে খুব বেশি একটা বন্ধু-বান্ধবের প্রয়োজন হয় না। হাতেগোনা দুই একজন বন্ধু বান্ধব থাকে যে বন্ধুরা আপনাকে প্রকৃত অর্থ বুঝতে পারবেন এবং আপনার পাশে সব সময় থাকবে। হোক সেটা ভালো সময় কিংবা খারাপ সময়। যাই হোক না কেন এই জীবনে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে। এই সমাজটাই চলছে বিশ্বাসের উপরে। আবার সেই কেউ সেই বিশ্বাসগুলোকে টিকিয়ে রাখতে অক্লান্ত পরিশ্রম করছে। সিদ্ধান্ত আপনার আপনি কাকে বিশ্বাস করবেন, ধন্যবাদ।