বয়স বাড়ার সাথে সাথে পছন্দের পরিবর্তন হয়

change-4056014_1920.jpg

Source

আমার এখনো অনেক স্পষ্টভাবে মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন করলার তরকারি আমার একটুকু পছন্দ ছিল না। তিতা বিষয়গুলো হলেই কেন জানি ভাত খেতে চাইতাম না। মা অনেক কষ্ট করে মাঝেমধ্যে করলা দিয়ে ভাত খাইয়ে দিত সেই ছোটবেলার। এখন বর্তমানের যে অবস্থান রয়েছে করলা ভাজি আমার অনেক প্রিয় একটি খাবার এবং সেই করলা ভাজি যদি আমার খাবারের মেনুতে থাকে তাহলে আর অন্য কোন তরকারির প্রয়োজন পড়ে না। এতটাই প্রিয় হয়ে গেছে। এ থেকে আমরা এটাই বুঝতে পারি বয়স বাড়ার সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়, নিজের ইচ্ছে, পছন্দ নিজের লক্ষ্য সবকিছুই পরিবর্তন হয়ে যায়।

কোন এক সময় চকলেট আমার অনেক পছন্দের ছিল কিন্তু এখন চকলেট খুব একটা বেশি পছন্দের নয়। এমন অনেক সময় অনেক ধরনের বাহানা করতাম যে সবগুলো এখন চিন্তা করলেই অনেকটা হাসি পায়। সবমিলিয়ে সময় এবং বাস্তবতা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। বাস্তবতায় এমন একটি বিষয় যে বিষয় থেকে কেউ কখনো পলায়ন করতে পারে না। বাস্তবতা সম্মুখীন সবাইকেই হতে হয় এবং এই বাস্তবতার সাথে নিজেদেরকেও মানিয়ে নিয়ে চলতে হয়। এর জন্য দরকার পরিবর্তন এই পরিবর্তন আমরা অনেকেই ভয় পাই, নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে পরিবর্তনের বিষয়টা আমরা অনেকেই মেনে নিতে পারি না।

পরিবর্তন এমন একটি বিষয় যে বিষয়গুলো যদি আমরা সহজ ভাবে গ্রহন করি, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। কিন্তু যখন আমরা সেই বিষয়টিকে একটু জটিল ভাবে কল্পনা করি সেটা আমাদের জন্যই অনেক বেশি জটিল হয়ে যায়। তাইতো পরিবর্তনকে সদরে গ্রহণ করা উচিত এবং সব সময় এই নিয়ম মেনে চলা উচিত। এই যে পরিবর্তন সেটা সব সময় আমাদের ভালোর জন্যই হয়। সব সময় একঘেয়ামিতে কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 last month 

এটা সত্যি বলেছেন পরিবর্তনে এমন একটি বিষয় যা আমরা খুবই সহজভাবে গ্রহণ করি। আসলে সব কিছুই পরিবর্তন হয় পৃথিবীটাই পরিবর্তনশীল। আমারও এমন কিছু হেবিট আছে যেগুলো পরিবর্তন হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।