যার জন্য করলাম চুরি, সে বলে চোর


cry-4250450_1920.png

Source

এই প্রবাদের কথা আমাদের এই উপমহাদেশে খুব বেশি প্রচলন হয়। জানিনা আমাদের দেশের বাহিরেও এই কথার প্রচলন আছে কিনা। তবে আমাদের দেশে এই কথার প্রচলন অনেকটাই বেশি। যার জন্য করলাম চুরি সেই আমাকে চোর সাব্যস্ত করে। এর অর্থ হচ্ছে যার জন্য আপনি কঠোর পরিশ্রম করছেন, যার জন্য আপনি জীবনে সবকিছুই করার জন্য প্রস্তুত, কিন্তু সেই ব্যক্তি যদি আপনাকে চোর বলে সম্বোধন করে কিংবা আপনার বিপক্ষে যে কথা বলে তখন যে সিচুয়েশনটা তৈরি হয় সেই সিচুয়েশনটাকে বোঝানোর জন্যই এই প্রবাদটা তৈরি করা হয়েছে।

জীবনে ভালো কিছু করতে গেলে অবশ্যই নিজের জীবনের গুরুত্ব বুঝতে হবে। নিজের জীবনের সুখের বিষয়গুলো বুঝতে হবে। আপনার প্রকৃত অর্থে বন্ধুকে প্রকৃত অর্থে শত্রুকে সেই বিষয়গুলোকে বুঝতে হবে। আপনার পরিবার আপনার দায়িত্ব ও কর্তব্যবোধ এসব কিছু আপনাকে সমানভাবে পালন করতে হবে। এরপরেও যদি কেউ আপনাকে এসব কথা বলে তাহলে সেই জায়গা থেকে সরে আশাই উত্তম বলে আমি মনে করি।

অকৃতজ্ঞ বন্ধুর থেকে কোন বন্ধু না থাকাটাই শ্রেয় বলে আমি মনে করি। কারণ যেই বন্ধু আজকে আপনার সাথে বন্ধুসুলভ আচরণ করছে কাল আপনার শত্রু হয়ে আপনার পেটে আঘাত করবে না এমন বিশ্বাস করাটা বোকামি। যা কিছু হয়ে যাক না কেন নিজের উপর সবসময় বিশ্বাস রাখতে হবে। নিজের ছোট ছোট যেসব চাহিদাগুলো রয়েছে নিজেকেই পুরো পূরণ করতে হবে এবং অন্যের উপর কোন চাহিদা রাখা যাবে না। তাহলে আপনি দেখবেন যাই হোক না কেন আর নিজেকে সুখে রাখতে পারবেন।

ABB.gif