সম্পত্তি দেখে সম্পর্ক "আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না
পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। আমরা যে বর্তমানে বেঁচে আছি এই পৃথিবীর বুকে বিচরণ করছি, আমরাও কিন্তু এই পৃথিবীর বুকে চিরকাল বেঁচে থাকবো না। আমাদেরও মরে যেতে হবে এবং এই পৃথিবীকে চির বিদায় দিয়ে অন্য কোন পরলোকে গমন করতে হবে। ঠিক তেমনিভাবে ভালোবাসা সৌন্দর্য অহংকার এই কোন কিছুই চিরস্থায়ী নয়। প্রত্যেকটা বিষয়ে পরিবর্তনশীল এবং প্রত্যেকটা বিষয়েরই শেষ রয়েছে।
বর্তমানে আমাদের বাংলাদেশী মিথ প্রচলন রয়েছে যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য মেয়েদের বাবা-মায়েরা তাদের মেয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকেন। অপরদিকে যারা প্রাইভেট জব করে কিংবা কোন ধরনের ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ে করার জন্য অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। সবমিলিয়ে আমাদের সমাজটা এখন যা কেমন জানি হয়ে গেছে। এখানে আর টাকা এবং সম্পত্তির মূল্য সৌন্দর্যের চেয়ে অনেক বেশি গণ্য করা হয়।
আর ভালোবাসার কথা কিবা বলবো! বর্তমানে ভালোবাসা নামেই তো হচ্ছে ছলনা। আমরা একে অপরকে ধোকা দেওয়া, একে অপর সাথে টাইম পাস করা। সবাই কিন্তু দেখে বাহ্যিক সৌন্দর্য কেউ ভিতরের মন দেখে কেউ কাউকে ভালোবাসে না। এ মত অবস্থায় কিভাবে মনের শান্তি আসবে। কিভাবে মনের মানুষ আমরা খুঁজে পাব সেটাই আমার বোধগম্য হয় না। তাইতো আজকে পোস্টের টাইটেল দিয়েছি সম্পত্তি দেখে সম্পর্ক এবং সৌন্দর্য দেখে ভালোবাসা কোনটাই সঠিক নয়।