পূর্ণতা ও শূন্যতা


liberty-893951_1920.jpg

Source

পূর্ণতা এবং শূন্যতা শব্দটি অনেক ছোট হলেও এই শব্দ দুটির মাঝে ব্যাপক পার্থক্য রয়েছে। এই পার্থক্য বুঝতে গেলে আমাদের প্রত্যেকের জীবনই ভালোভাবে অনুধাবন করতে হবে, সেটা ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। আমাদের সকলেরই জীবন শূন্যতা দিয়ে শুরু হয়। এরপরে আস্তে আস্তে করে আমরা স্বপ্ন দেখতে শুরু করি এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করি। একপর্যায়ে গিয়ে আমরা সেখানে সফল হই এবং তখনই আমরা পূর্ণতা লাভ করি।

বিষয়টি বলা যে রকম সহজ ঠিক তেমনি কঠিন এই বিষয়টিকে বাস্তবায়ন করা। যখন একটি মানুষ শূন্য অবস্থায় থাকে তখন চারিদিকের বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত থাকে, তার মধ্যে একটা প্রেসার থাকে। তাকে সফল হতে হবে, তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হবে। এই সকল চাপ নিয়ে যখন একটি মানুষ দৈনন্দিন কাজগুলো করে এবং সেটা কিন্তু সহজ বিষয় নয়।

বরং এই বিষয়টা জটিল থেকে জটিলতর হয়ে যায়। যখন নিজের কাছের মানুষেরাও আপনাকে ভালোভাবে বুঝতে পারে না, আপনাকে অনুধাবন করতে পারে না। আপনার মনের মধ্যে কি চলছে কি না চলছে, কিভাবে আপনি দিন যাপন করছেন সেই বিষয়গুলো যখন অন্য মানুষেরা ভালোভাবে অনুধাবন করতে পারে না। তখনই প্রকৃত শূন্যতা আমরা অনুভব করি। কিন্তু অপর প্রান্তে যখন আপনি অনেক কিছু অর্জন করে ফেলেন আপনার সব চাহিদা আপনি পূরণ করতে পারেন তখন যে মানসিক শান্তি পাবেন সেটাই প্রকৃত অর্থে পূর্ণতা।

ABB.gif