কঠিন সময়ে হার মানবেন না

man-461195_1920.jpg

Source

বর্তমানে বিশ্বের সবথেকে শীর্ষ ধনী কে জানেন? ইলন মার্কস। কিন্তু এই মিলন মাক্সও কিন্তু একদিন শেষ হতে ধরেছিল এবং তিনি তার সম্পত্তির সবকিছু ব্যাংকের কাছে হস্তান্তর করে লাস্ট স্পেস এক্স এর একটি পরীক্ষা পরিচালনা করেন। কিন্তু সেই পরিচালনা করার পরেই তার ভাগ্য পরিবর্তন হয়ে যায় এবং সেই থেকে আজ অব্দি তিনি এই পৃথিবীর সব থেকে ধনী মানুষ হিসেবে নিজেকে স্বীকৃত প্রদান করেছে।

মিলন মার্কস বর্তমানে আমরা যেভাবে চিন্তা করি সেভাবে কিন্তু তিনি চিন্তা করেনা। তিনি চিন্তা করে আজ থেকে ২০ বছর পরে কি হতে পারে এবং তার জন্য কোন কোন প্রযুক্তি ডেভেলপমেন্ট করতে হবে। যেমন নাসার বিজ্ঞানীরা কখনো কল্পনাও করতে পারেনি একটি রকেট আকাশে উঠে আবারো পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু ইলন মার্সক এর মত একজন জিনিয়াস মানুষ এই বিষয়টা চিন্তা করেছে এবং নিজের কোম্পানিতে সেটা ইমপ্লিমেন্ট করে সাকসেসফুল হয়েছে।

একবার কল্পনা করে দেখুন সেদিন যদি ইলন মার্কসের রকেট সাকসেসফুলি লঞ্চ না করতো তাহলে হয়তো তিনি এত দ্রুত পৃথিবীর এক নম্বর ধনের তালিকায় আসতে পারতেন না। কিন্তু তার আত্মবিশ্বাস এমন ছিল যে আমাকে পারতেই হবে। তিনি তার সম্পত্তির সবকিছু বাজিতে লাগিয়ে দিয়েছিলেন। তারপর তিনি হার মেনে নেননি। তাহলে আপনি কিংবা আমি কেন হার মেনে নেব? কেন আমাদের কঠিন সময়ে হার গুলো মেনে নিতে হবে? কঠিন সময়ে আমাদের শক্ত হতে হবে এবং নিজের লক্ষ্যের দিকে ফোকাস বাড়িয়ে দিতে হবে।

একটি প্রচলিত কথা রয়েছে রেগে গেলেন তো হেরে গেলেন। এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। যেকোনো কঠিন পরিস্থিতিতে নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে এবং আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই নিয়ে ব্যাপক চিন্তাভাবনা করতে হবে। আপনি যে কোন সমস্যায় পড়েন না কেন সে সব সমস্যারই বর্তমানে সমাধান রয়েছে। শুধুমাত্র আপনাকে এবং আমাকে সেই সমাধান গুলোকে খুঁজে বের করতে হবে। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif