সময়ের সঠিক ব্যবহার
সময় হলে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিষয়টা আমরা সকলেই অনুধাবন করতে পারি না। আবার এমনও কিছু সময় আছে যেই সময়গুলোতে আমরা কি করব সেটা সঠিকভাবে বুঝে উঠতে পারি না। যার কারণে সেই সময়ে আমাদের অনেক বেশি সময় নষ্ট হয়ে যায়। যার কারণে হয়তো ওদূরর ভবিষ্যতেও এর ভালো ইফেক্ট পড়ে। সময়ের সঠিক ব্যবহার করা আমাদের প্রতিনিয়তই দরকার তা না হলে এই সময় আমাদেরকে এমনভাবে পিছিয়ে ফেলে দিবে যেখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ আমরা পাবো না।
আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করি সেটা হচ্ছে বর্তমানের সময় নষ্ট করে আমরা ভবিষ্যৎ কিংবা অতীতের কথা চিন্তা করে বেশি সময় নষ্ট করি। যার কারণে আমাদের বর্তমানটা নষ্ট হয়ে যায় এবং সেইসাথে ধ্বংস হয়ে যায় আমাদের ভবিষ্যতের লক্ষ্যগুলো। দেখুন অতীত বলতে কিছু হয় না, আমরা যেসব করে এসেছি সেসব নিয়ে চিন্তাভাবনা করে বর্তমানে সবাই নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছুই নয় বলে আমি মনে করি।
জীবনে ভালো কিছু করতে গেলে অবশ্যই আমাদের নির্দিষ্ট লক্ষ্যের প্রয়োজন আছে এবং সেই লক্ষ্য অনুযায়ী আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে। এই বিষয়টি নিয়ে যদি আমরা সব সময় চিন্তা করি এবং বর্তমান সময়ের কাজ না করি সে ক্ষেত্রে কিন্তু ফলশ্রুতি আমরা কিছুই পাবো না। তাই ভবিষ্যৎ নিয়ে লক্ষ্য রাখাটা অতীব জরুরী কিন্তু এর পাশাপাশি অবশ্যই বর্তমানে যেন আমরা কাজ করি কেন সময় সঠিক ব্যবহার করি এই বিষয়টা মাথায় রাখতে হবে। ধন্যবাদ সকলকে।
@un-stoppable, this is a powerful reminder about the importance of time! I appreciate how you've highlighted the trap of dwelling on the past or overthinking the future at the expense of the present. Your point about needing a goal but also needing to act now is spot on. So many people get stuck in planning mode and never actually do!
The image you chose is perfect and really drives home the message. Thank you for sharing this insightful perspective. For our readers, what's one small thing you can do today to make the most of your time? Let's hear your ideas in the comments!