দান হোক যৌক্তিক

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন। যারা দান করতে অনেক বেশি ভালোবাসেন এবং যারা দান করতে ভালোবাসেন আমি তাদেরকে খুব ভালোবাসি। কারণ সত্যি কথা বলতে, আমি দেখেছি যে যারা দান করতে ভালোবাসেন। উনাদের জীবনে অনেক বেশি উন্নতি থাকে। তাই এটা আমি সকলকে পরামর্শ দিবো এবং আমি নিজেকেও নিজে মনে করাতে চাই যে দান করা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি কাজ এবং আমাদের নিজেদের জায়গা থেকে যতোটুকু সম্ভব দান করা উচিত।

কিন্তু আমি আসলে দানের উচিত এবং অনুচিত দিক নিয়ে আজকে কথা বলবো এবং ব্যাপারটি হলো দান করা আমাদের সকলের উচিত, এটা যেমন ঠিক। ঠিক একইভাবে দান করতে গেলে অবশ্যই সেটা যৌক্তিক হতে হবে। কারণ অযথা কাউকে নিজের কষ্টের ইনকাম করার টাকা দিয়ে দেওয়ার মধ্যে কোনো লাভ কিংবা কোনো পুন্য কোনো কিছুই নেই। তাই আমার মনে হয় যে যদি কাউকে দান করতে হয়। তাহলে তার অবস্থা প্রথমে যাচাই করতে হবে। কারণ বর্তমানে অনেক ফ্রড বের হয়েছে। যা দান নেওয়ার নামে ফ্রড গিরি করছে।

আর এতে করে আসলে যারা সত্যিকার অর্থেই দান পাওয়ার যোগ্য। তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়। আর তারাই সবচেয়ে বেশি পায়। যারা নাটক করে কিংবা বিভিন্ন নাটকীয় ব্যাপার সাঁজিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তাই আমার কাছে এটাই মনে হয় যে, কাউকে সাহায্য করার আগে অবশ্যই তার অবস্থা দেখে নেওয়া উচিত। কারণ যারা ফ্রড তারা সুযোগ যেনো কোনোভাবেই না পায়। আমাদের সেদিকে নজর দেওয়া উচিত। কারণ আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে। যাদের সত্যিকার অর্থে সাহায্যের দরকার। তাই সাহায্য করার আগে অবশ্যই ভেবে চিন্তে এবং বিশেষ করে বিবেচনা করে এরপরে সাহায্য করা উচিত।

ABB.gif