অসুস্থতা একটি বড় নেয়ামত
আমরা সকলেই জানি সুস্থতা একটি বড় নেয়ামত। কিন্তু আমি আজ কেন বললাম অসুস্থতা একটি বড় নেয়ামত? এর পিছনেও কিন্তু অনেক বড় একটি কারণ রয়েছে। এবং এর মধ্যেও অনেকটা যুক্তিযুক্ত কারণ রয়েছে। যেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এখানে আসলে অস্বীকার করার কিছু নেই, সুস্থতা আমাদের জীবনে সবথেকে বড় নেয়ামত এবং আমরা সবসময় সুস্থ থাকতে চাই। কিন্তু অসুস্থতার কবলে পড়লেই আমরা শুধুমাত্র আমাদের মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করি এবং আশেপাশের সমস্ত কিছু আমাদের কাছে মূল্যহীন হয়ে যায়।
আমরা প্রত্যেকের জীবনেই শান্তি চাই, সুখ চাই, একটু সময় চাই। যে সময়টাতে আমরা নিজেদেরকে নিয়ে একটু চিন্তাভাবনা করতে পারব। সার্বিক বিষয়বস্তুগুলো নিয়ে চিন্তাভাবনা করতে পারব কিন্তু। এত ব্যস্ততার মধ্যে সেই সময়টুকু আমরা করে উঠতে পারি না। কিন্তু যখন আপনি কিংবা আমি অসুস্থ হয়ে পড়ে থাকি হাসপাতালের বেডে কিংবা বিছানাতে তখন কিন্তু আমাদের কাছে অফুরন্ত সময় থাকে সে সবকিছু চিন্তা করার জন্য।
অসুস্থ হলে আরও একটি বড় বিষয়ে যেটা চোখে পড়ার মধ্যে পড়ে সেটা হচ্ছে আপনার আপন মানুষ কে এবং কে আপনার বেশি যত্ন নিচ্ছে। সেই বিষয়টিও কিন্তু লক্ষ্য করা যায়। এতে করে আপনার আল্টিমেট অনেক ধরনের সুযোগ সুবিধা কিংবা আমাদের এই জীবনে পরিস্থিতি সম্পর্কে আমরা সার্বিক একটি ধারণা পাই।
আমি কিংবা আপনি কখনোই এটা কল্পনা বা প্রত্যাশা করি না যে আমরা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো। এটা আমরা কখনোই করি না। কিন্তু তারপরও আমি মনে করি বছরে অন্ততপক্ষে কয়েক দিনের জন্য হলেও অসুস্থ থাকা উচিত। এতে করে আপনার কাছের মানুষ কিংবা আপনার ব্যক্তিগত জীবনে কেমন দিনকাল যা আপনি যাপন করছেন। সেই বিষয়ে আপনি স্পষ্ট চিন্তা করার একটি সময় পেয়ে যাবেন এবং এটাই বর্তমানে আমার সাথে হচ্ছে। যাই হোক এই বিষয়ে পরবর্তী অভিজ্ঞতাগুলো অন্য কোন পর্বে শেয়ার করে নেব। আজকের মত এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।