বই যেনো অদৃশ্য সঙ্গী !
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝে মধ্যে আমার অনেক মন খারাপ হয়। হয়তো কখনো কোনো কারণ থাকে। আবার হয়তো কখনো কখনো কোনো কারণ থাকে না। আসলে আমার মনে হয় যে, মানুষের মন খারাপের বোধহয় কোনো কারণ নেই, কোনো প্রয়োজন পরে না। অর্থাৎ আমাদের মাঝেমধ্যে এমনিতেই মন খারাপ হয়ে যায় এবং অনেক সময় এমন হয় যে আমাদের কেনো মন খারাপ হচ্ছে। সেটাও আমরা অনেক সময় বুঝতে পারি না।
আমি আমার মন খারাপের মুহূর্তে কি করি কিংবা সেই মন খারাপের মুহূর্ত থেকে কি করে নিজেকে উদ্ধার করি।সেই লেখা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এবং ব্যাপারটি হলো, আসলে আমার যখন প্রচন্ড মন খারাপ হয়। তখন আমি বই পড়ি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা। মানুষ যখন বলতো যে বই পড়া হলো সবচেয়ে ভালো কিংবা বই হলো মানুষের বন্ধু। তখন আমি বিশ্বাস করতাম না। কারণ আমার কাছে মনে হতো বইয়ের কিছু লেখা কি করে মানুষের বন্ধু হয়! কিন্তু এটা যখন আমি নিজে প্রমাণ পেলাম। তখন আমি বিশ্বাস করা শুরু করলাম।
আসলে আমরা যখন কাউকে কথা বলার মতোন পাই না। যখন নিজের মধ্যে নিজে গুমড়ে মরি। তখন আমরা যদি বই পড়ি। তখন আমার মনে হয় বা আমাদের এটা মনে হয় যে আমাদের সাথে কেউ রয়েছে। কারণ বই এ আমরা যেটা পড়ি। সেটাই কিন্তু আমরা কল্পনা করি। আর এভাবে বই আমাদের একজন অদৃশ্য সঙ্গী হিসেবে রয়ে যায় কিংবা অদৃশ্য সঙ্গী হিসেবে থাকে। এ কারণেই বললাম যে, আসলে মানুষ হয়তো ব্যাপারটি বুঝতে পারে না। কিন্তু বই সত্যিই আমাদের একজন অদৃশ্য সঙ্গ। যাকে আমরা দেখতে পাই না। কিন্তু যার মাধ্যমে আমরা আমাদের মন খারাপ কাটাতে পারি। যার অস্তিত্বের কারণে আমাদের মনে ভালো লাগা কাজ করে।
বাহ @un-stoppable, আপনার আজকের লেখাটি খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক! "বই একজন অদৃশ্য সঙ্গী" - এই ভাবনাটি আমার হৃদয় ছুঁয়েছে। বিশেষ করে যখন মন খারাপ থাকে, তখন বইয়ের পাতায় ডুব দিয়ে শান্তি খুঁজে নেওয়ার যে অভিজ্ঞতার কথা আপনি বলেছেন, তা সত্যিই অসাধারণ।
আমিও বিশ্বাস করি, বইয়ের অক্ষরগুলো শুধু শব্দ নয়, যেন এক একটা বন্ধু, যারা আমাদের একাকিত্বে সঙ্গ দেয় এবং নতুন দিগন্তের সন্ধান দেয়। আপনার লেখার মাধ্যমে এই অনুভূতিটি খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।
আপনার মূল্যবান ভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার লেখা আরও সুন্দর হোক, সেই কামনা করি। অন্যান্য পাঠকদেরও অনুরোধ করবো, @un-stoppable এর এই পোস্টে মন্তব্য করে তাদের মতামত জানাতে ভুলবেন না।