পাশে থাকে না, কেউ
আমার এই ছোট্ট জীবনের অনেক ধরনের অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি। এমন কিছু চ্যালেঞ্জিং সম্মুখীন হয়েছি যেটা হয়তো আমি অনেক ক্ষেত্রেই কাউকে বলতে পারি না কিংবা কারো সাথে শেয়ার করতে পারিনি। যে ব্যথাগুলো একান্তই আমার ছিল। সেসব বিষয়গুলো আসলে কারো সাথে শেয়ার করে নিজের কাছেই হাসির পাত্র হতে চাইনি বলেই আমি কারো কাছে শেয়ার করিনি। কিন্তু তারপরও দিন শেষে কষ্টগুলো তো বুকের মাঝে চাপা হয়ে থাকে। সেই কষ্ট গুলো পাহাড়ে পরিণত হয়। এমন বিষয়টা হয়তো আপনাদের সবার সাথেই ঘটেছে। হয়তো কেউ প্রকাশ করে আবার কেউ প্রকাশ করে না।
অতিতে একটা সময় ছিল, যেই সময়টায় আশেপাশের মুড়ব্বি দেখলে আমরা সম্মান করতাম। হ্যাঁ, এখনো অনেক মানুষ রয়েছে যারা তাদের আশেপাশের মানুষ কিংবা বয়স্ক মানুষ দেখলে সম্মান করে, ভালোভাবে কথা বলে। কিন্তু আগের দিনের তুলনায় বর্তমানে সেই জিনিসটা খুব বেশি একটা দেখতে পাওয়া যায় না এবং এই বিষয়গুলো আমাদের মাঝে পরিবর্তন এনেছে ইন্টারনেটের ব্যাপক প্রযুক্তির মাধ্যমে। এই বিষয়গুলো যতটাই গভীরতর হয়ে যাচ্ছে ততটাই আমরা দিন শেষে একা হয়ে যাচ্ছি। আমাদের কষ্টগুলো শেয়ার করার মতো আশেপাশে কোন মানুষ পাচ্ছি না, কিংবা কাছের কোন বন্ধু পাচ্ছিনা। এই বিষয়গুলো যদি একটু চিন্তা করেন তাহলে ভালো ভাবে বুঝতে পারবেন।
আবার এমনও অনেক সমস্যা রয়েছে, যেটা আপনার আশেপাশের মানুষ জানে আপনার ভালো বন্ধু জানে, কিন্তু তারা আসলে সেভাবে করে সাহায্য সহযোগিতার জন্য আপনার কাছে আসে না। এখানে শুধুমাত্র টাকার কথা আমি বলছি না। কথা দিয়েও মানুষকে অনেক ভাবে সান্তনা দেওয়া যায়, অনেকভাবে সাহায্য করা যায়। সেই সাহায্যটুকু বর্তমানে আমরা কেউ পাই না। দিনশেষে পাশে আমাদের কেউ থাকে না। শুধুমাত্র একাকীত্ববোধ এবং নিজেকে ভালো রাখার উপায়গুলো নিজেকেই খুঁজে নিতে হয়। তা না হলে হয়তো টিকে থাকা মুশকিল হয়ে যায়।
যতদিন অতিবাহিত করছি ততই যেন বাস্তবতার সম্মুখীন হচ্ছি, ততই যেন এই সমাজের সভ্য চিত্র চোখের মাঝে ভেসে উঠছে। এর মাঝে দিনশেষে নিজের মতো করে কাউকেই পাওয়া যাচ্ছে না। যার সাথে বসে দুই মিনিট আপনি কোন চিন্তা ছাড়াই কথা বলতে পারবেন। এই বিষয়গুলো কি আপনার সাথে ঘটে থাকে? তাহলে অবশ্যই মন্তব্য ছোট করে জানাতে পারেন, ধন্যবাদ সবাইকে।