অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন
কথিত কোথায় রয়েছে অহংকার পতনের মূল। এই বিষয়গুলো আমরা হয়তো তেমনভাবে উপলব্ধি করতে পারি না। একটা সময় দেখা যায় হয়তো হঠাৎ করেই কোন মানুষের কাছে পাওয়ার ক্ষমতা কিংবা টাকা পয়সা চলে। আসলে তাদের মধ্যে অহংকার বিষয়টা দেখা যায়। তবে এই বিষয়টা খুবই ক্ষণস্থায়ী। সময়ের জন্য হয় কারণ আমাদের এই পৃথিবীটাই হচ্ছে খুব ক্ষণস্থায়ী সময়ের জন্য।
যখন পাওয়ার কিংবা টাকা আমাদের কাছে চলে আসে তখন এই পৃথিবীতে তুচ্ছ বলে মনে হয়। মনে হয় আমি অনেক ক্ষমতার অধিকারী আমি চাইলেই অনেক কিছু করতে পারবো আমি অনেক জ্ঞানী। মানুষ আমি আমার জ্ঞানকে কাজে লাগিয়ে আরো বড় হতে পারব। এই বিষয়গুলো চিন্তা করা ও একটা বোকামির অংশ বিশেষ। অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন, দেখবেন ওইখানে আপনার চেয়ে সুন্দর জ্ঞানী মানুষ মাটির নিচে শুয়ে আছে!
তাহলে কিসের এত অহংকার আমাদের, কিসের এত পাওয়ারের দাপট আমাদের, আমাদের সকলকেই তো একদিন চলে যেতে হবে। এই বিষয়গুলো থেকে আমরা কেন মুখ ফিরিয়ে নেই। কেন এই পৃথিবীকেই সবকিছু বলে মনে করি আমরা প্রশ্ন রইল জাতির কাছে। আমরা সকলেই কমবেশি এই কথাগুলো জানি আমাদের সকলের মৃত্যু হবে। এই বিষয়গুলোও আমরা জানি তবে মনে প্রানে কেন জানি বিশ্বাস করতে পারি না। কেন জানি সেই বিষয়গুলোর থেকে বর্তমানের পৃথিবীতে যে আমরা বেঁচে আছি এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এসব কিছু করা ঠিক নয়। অন্ততপক্ষে দিনে একবার হলেও মৃত্যুর কথা স্মরণ করা উচিত।