মোটিভেশন এর গুরুত্ব
আমরা অনেকেই বলে থাকি আসলে আমাদের জীবনে মোটিভেশন এর গুরুত্ব নেই। তবে আমি ব্যক্তিগতভাবে এই কথাটাকে বিশ্বাস করিনা। আমি বিশ্বাস করি মোটিভেশন আমাদের এ মোবাইল চার্জ এর মত একটি সাইকেল প্রদান করে। যেটা অবশ্য মোবাইলে চার্জ না থাকলে আমাদের মোবাইল যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে ঠিক তেমনিভাবে আমরা যদি মোটিভেশন এর গুরুত্ব না বুঝি এবং নিজেদেরকে মোটিভেটেট না রাখি, সে ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রেও এমনটা হতে পারে। তাই জীবনে আর যাই করুন না কেন নিজেকে সব সময় মোটিভেটেড রাখার চেস্টা করুন।
আমাদের নিজের মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ যেগুলো আমরা ব্যবহার করে থাকি প্রত্যেকটা বস্তি কিন্তু চার্জ দিতে হয়। চার্জ না দিলে যেমন আমাদের মোবাইল এবং কম্পিউটার চলবে না। ঠিক তেমনিভাবে আমাদের কে যদি আমরা নিজেরা মোটিভেটেড না রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা জীবনে প্রকৃত অর্থের মানুষ হয়ে উঠতে পারবো না। বরং সমাজের বোঝা হয়ে বেঁচে থাকতে হবে। তাই জীবনে মোটিভেশন এর গুরুত্ব অপরিসীম, এটা অস্বীকার করার মত কিছুই নেই।
আপনি যে জীবনে শুধু কাজ করবেন জীবনে আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন এই সাহস এবং উদ্দীপনা যোগাবে আপনার এই মোটিভেশন। মোটিভেশন ছাড়া কোন মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারেনা। জীবন কখনোই আমাদের নিজস্ব পরিকল্পনা মাফিক চলে না। পরিকল্পনার বাইরেও আমাদের জীবনে অনেকগুলো ঘটনা ঘটে যায়। যেগুলো অপ্রত্যাশিত থাকে সে সবকিছু থেকে নিজেদেরকে বেরিয়ে আনতে মোটিভেশন অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন যখন আমরা জীবনের কোন কুল কিনারা পাইনা আমি তখন ঘুরে দাঁড়ানোর শক্তি এবং উদ্দীপনা আমরা এই মোটিভেশন থেকেই গ্রহণ করি। তাই জীবনে আর যাই করুন না কেন নিজেকে ডি মোটিভেটেট কখনোই করবেন না। আপনারা কি মনে করেন তা অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ।