পুরুষ সস্তা নয়, দায়িত্বশীল!


man-3749344_1920.jpg

Source

আমি অনেক মেয়ের কাছে শুনেছি, আমরা যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে হয়তো ভালো হতো নিজের স্বাধীনতা মত সবকিছু করতে পারতাম, সব জায়গায় যেতে পারতাম। আসলে স্বাধীনতা মানে শুধুমাত্র এসব কিছু নয় এর পাশাপাশি ছেলেদের কিছু দায়িত্ব এবং কর্তব্যবোধ রয়েছে। যে বিষয়গুলো সম্পর্কে হয়তো অনেকেই অবগত নন জন্যই এই বিষয়গুলো তারা উপস্থাপন করেন এভাবে।

একটা ছেলের জীবন অতটা সহজ নয় ততটা আমরা মনে করি। প্রত্যেকটা মানুষের জীবনেই নির্দিষ্ট কিছু দায়িত্ববোধ রয়েছে। সেই দায়িত্ব এবং কর্তব্য উপলক্ষে আমাদেরকে পালন করতে হয় এবং সেভাবে করে এগিয়ে যেতে হয়। এটা শুধুমাত্র একটি ছেলের জন্য নয় বরঞ্চ ছেলেমেয়ে উভয়ের জন্যেই হয়। এই দায়িত্ব এবং কর্তব্যবোধের কারণেই আটকে রয়েছে সব দিক থেকে।

জন্মের পর থেকেই একটি ছেলেকে শিখিয়ে দেওয়া হয় তাকে এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং পরিবারের দায়িত্ব কাকে নিতে পারে এই বিষয়গুলো ছোটবেলা থেকেই তাদেরকে শেখানো হয়। আমি যতটুকু এই জীবনের অভিজ্ঞতা অর্জন করছি তার মধ্যে থেকে হাতে গোনা কয়েকজন ছেলে ব্যতীত প্রত্যেকটি ছেলেকেই দেখেছি নিজের দায়িত্ববোধগুলোকে সঠিকভাবে পালন করছে। তারা যতটুকু সামর্থ্য রাখে ততটুকু সামর্থ্য অনুযায়ী সে তার পরিবারকে ভরণপোষণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা প্রমাণ করে পুরুষ সস্তা নয় বরঞ্চ দায়িত্বশীল। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  

খুব চমৎকার ও বাস্তব একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন আপনি @un-stoppable দাদা। বর্তমান সমাজে অনেকেই ছেলেদের স্বাধীনতা দেখে ভাবেন তাদের জীবন সহজ, কিন্তু তারা জানেন না এই স্বাধীনতার আড়ালে কত বিশাল দায়িত্ব ও মানসিক চাপ লুকিয়ে আছে।

ছেলেরা ছোটবেলা থেকেই শিখে যায় কীভাবে পরিবারকে আগলে রাখতে হয়, কিভাবে নিজের স্বপ্ন বাদ দিয়ে পরিবারের চাহিদা পূরণ করতে হয়। অনেক সময় আবেগ লুকিয়ে রাখতে হয়, কারণ সমাজ তাদের 'দুর্বল' দেখতে চায় না।

আপনার এই লেখাটি সত্যিই চোখ খুলে দেওয়ার মতো। পুরুষ কখনও সস্তা নয়—তারা নীরবে, প্রতিনিয়ত দায়িত্ব পালন করে যাচ্ছে। ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ ও হৃদয়ছোঁয়া লেখা উপহার দেওয়ার জন্য।

@un-stoppable, this is a powerful piece! I love how you've challenged the common misconception that life is inherently easier for men. You've eloquently highlighted the responsibilities and burdens placed on young boys and men from a very young age, focusing on the expectation to provide and protect.

Your observation that most men diligently strive to fulfill their duties is spot on and a crucial perspective often overlooked in discussions about gender roles. The "পুরুষ সস্তা নয় বরঞ্চ দায়িত্বশীল" (men are not cheap, but responsible) sentiment is a strong statement!

Thank you for bringing this important perspective to Steemit. I'm eager to see what others think. What responsibilities do you think are the most challenging for men today? Let's get a conversation going!

এই লেখাটি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে, ছেলেদের জীবন শুধু সুবিধার নয়—বরং অনেক বড় দায়িত্বেরও নাম। আমরা প্রায়ই স্বাধীনতাকে শুধুই "মুক্ত চলাফেরা" বা "নিজের মতো জীবন" ভেবে নিই, কিন্তু সত্যিকারের স্বাধীনতার পেছনে থাকে দায়িত্ব, পরিশ্রম আর ত্যাগের গল্প।

একটি ছেলে ছোটবেলা থেকেই শেখে কিভাবে পরিবার, সমাজ ও ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে হয়। তার উপর চাপ থাকে সাফল্যের, দায়িত্বের, ও "সাপোর্ট সিস্টেম" হওয়ার।
এই কথাগুলো বলা খুব দরকার ছিল—তাই লেখককে আন্তরিক ধন্যবাদ।
ছেলেরা যেমন দায়িত্বশীল, মেয়েরাও তেমনি সাহসী ও সংগ্রামী। সমাজের এই দুই শক্তিই একে অপরকে সম্মান করলেই আমরা এগিয়ে যাবো।