শুভ দিন আসছে
নিজের জীবন নিয়ে খুব বেশি একটা চিন্তাভাবনা করার সময়ে হয়ে ওঠে না বরংচ নিজের জীবনকে কিভাবে অতিবাহিত করতে হবে এটাও কারো হাতে নেই। কারণ সমাজ পরিস্থিতি পরিবার নিজেদেরকে এমনভাবে কন্ট্রোল করে যেটা আসলে অন্যভাবে বিশ্লেষণ করাটা আমার পক্ষে একটু কষ্টসাধ্য বিষয় হয়ে যাবে। তবে আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মা-বাবা আর যাই হোক না কেন নিজের সন্তানের জন্য কখনোই খারাপ কিছু চিন্তাভাবনা করতে পারেনা, যেটাতে তার সন্তানের অমঙ্গল হয়। ঠিক একই কথা বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
এইতো কিছুদিন পরেই নতুন জীবনে পা দিতে যাচ্ছি। জীবনের নতুন একটা অধ্যায় সূচনা হতে যাচ্ছে। যদিও এটা পারিবারিকভাবেই সবকিছু ঠিকঠাক করা হয়েছে এবং আমার সম্মতিক্রমেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমিও ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তে অনেকটাই খুশি। তবে ব্যক্তিগত জীবনে কি ধরনের পরিবর্তন আসতে চলেছেন সবকিছু কিভাবে সামাল দেবো আমার মাথায় কি কি দায়িত্ব আসছে এসব কিছু হিসাব মিলানো টা আমার কাছে বেশ খানটা কঠিন বলে মনে হচ্ছে।
জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে আর যদি কিছু সময় ব্যাচেলার লাইফ কাটাতে পারতাম তাহলে হয়তো ভালোই হতো। কারণ ব্যাচেলর লাইফের কোন নিয়ম শৃঙ্খলা থাকে না, নিজের ইচ্ছে মতো অনেক কিছুই করা যায়। কিন্তু যখন আপনার দায়িত্বে আরো একজন ব্যক্তি চলে আসে তখন কিন্তু সবকিছু কম্বিনেশন করে একে অপরের সাথে পরামর্শ করে পরবর্তীতে সেই কাজগুলো করতে হয়। এটার জন্য হয়তো মেন্টালি ভাবে সেভাবে প্রিপারেশন নেই। যদিও এখন হাতে ১০-১২ দিন সময় আছে আশা করা যায় এসব বিষয়গুলো কাটিয়ে উঠতে পারব আমার জন্য সকলেই দোয়া করবেন ধন্যবাদ।